ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক

কর্মী পাঠানোর বিষয়ে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া চায় মালয়েশিয়া

প্রকাশিত: ০৭:৩৩, ১৬ মে ২০১৭

কর্মী পাঠানোর বিষয়ে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া চায় মালয়েশিয়া

স্টাফ রিপোর্টার ॥ মালয়েশিয়াতে বাংলাদেশী কর্মী পাঠানোর বিষয়ে স্বচ্ছ ও দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য প্রক্রিয়া চায় কুয়ালামপুর। বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে। সোমবার দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রামলান ইবরাহিম নিজ নিজ দেশের পক্ষে সচিব পর্যায়ের ওই বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক সূত্র জানায়, সরকারীভাবে লোক পাঠানোর পাশাপাশি বেসরকারীভাবে লোক পাঠানোর বিষয়ে দুই দেশ একমত হলেও এ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গ উত্থাপন করা হয়। এ বিষয়ে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে সহযোগিতা চায়। রামলান ইবরাহিম বিষয়টি নিয়ে সহযোগিতা দিতে সম্মত হন। এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জোর দেয়া হয়। মালয়েশিয়া থেকে আমদানির পরিমাণ বেশি উল্লেখ করে পররাষ্ট্র সচিব দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানোর আহ্বান জানান।
×