ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং থম্পসনের

প্রকাশিত: ০৫:২৮, ১৫ মে ২০১৭

১০০ মিটার স্প্রিন্টে সেরা টাইমিং থম্পসনের

স্পোর্টস রিপোর্টার ॥ জয়রথ চলছেই। গত অলিম্পিক থেকে একটানা অপ্রতিরোধ্যভাবে সবার আগে সবগুলো রেস শেষ করছেন ইলেইন থম্পসন। এবার আরেকটি ডায়মন্ড লীগ জয় তুলে নিয়েছেন জ্যামাইকান এ গতি মানবী। বর্তমান বিশ্বের দ্রুততম এ স্প্রিন্টার এবার সাংহাই ডায়মন্ড লীগের ১০০ মিটারে মৌসুমের সেরা টাইমিং গড়েছেন। আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপস আসরে তিনিই যে অন্যতম ফেবারিট তা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। একের পর এক সেটার প্রমাণ ট্র্যাকে নেমেই দিয়ে দিচ্ছেন ইলেইন। গত বছর রিও ডি জেনিরো অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে জয় তুলে নিয়েছিলেন ইলেইন। এরপর টানা জয়ের মধ্যেই আছেন। নতুন মৌসুমের ডায়মন্ড লীগ শুরু হয়েছিল গত সপ্তাহে কাতারের দোহায়। সেখানে অবশ্য ২০০ মিটারে লড়েছিলেন ইলেইন। গড়েছিলেন মৌসুমের দ্রুততম টাইমিং। সে কারণে এবার সাংহাইয়ে তার দিকে সবার দৃষ্টি ছিলÑ ১০০ মিটারে কি করেন গতি সম্রাজ্ঞী সেদিকে মনোযোগী ছিলেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের ভক্ত-সমর্থকরা। জিতেছেন প্রতিপক্ষের চেয়ে অনেক বেশি এগিয়ে থেকেই। তিনি ১০.৭৮ সেকেন্ড টাইমিং নিয়ে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের টোরি বাউয়িকে। এ মার্কিন তরুণী দ্বিতীয় হওয়ার পথে সময় নিয়েছেন ১১.০৪ সেকেন্ড। গত অলিম্পিকেও বাউয়ি রৌপ্য জিতেছিলেন ইলেইনের কাছে হেরে। জয়ের পর এ জ্যামাইকান তারকা বলেন, ‘আমি বেশ ভাল অনুভব করছি। আমি প্রতিটি রেস অনুসারে এগোতে চাই, অনেক আগে থেকে কোন বিষয় নিয়ে ভাবতে চাই না। সবকিছুই আমার মৌসুমের বাকি সময়টার জন্য নিজেকে প্রস্তুত করার সঙ্গে সংশ্লিষ্ট। আর অবশ্যই বিশ্ব আসরের জন্যও প্রস্তুত হতে চাই। ২৪ বছর বয়সী ইলেইন বিরল কৃতিত্ব দেখান রিও অলিম্পিকে ডাবল জেতার কৃতিত্ব দেখিয়ে। একই অলিম্পিকে মহিলাদের মধ্যে তিনিই দ্বিতীয় স্প্রিন্টার যে একই সঙ্গে ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জয় করতে সক্ষম হন। ১৯৮৮ সালে গ্রিফিথ জয়নার এই কৃতিত্ব দেখিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বিশ্ব আসরে ব্যক্তিগত কোন ইভেন্টে স্বর্ণ জেতা হয়নি ইলেইনের। এবার সেটা করতে চান এ জ্যামাইকান। নতুন বছরের মৌসুমের শুরু থেকেই বেশ দুর্দান্তভাবে এগিয়ে চলেছেন। দোহায় মৌসুমের প্রথম ডায়মন্ড লীগে ২০০ মিটার স্প্রিন্টে তিনি ২২.১৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করেন। অথচ রিও অলিম্পিকে এরচেয়ে অর্ধ সেকেন্ড বেশি সময় নিয়েছিলেন তিনি। লংজাম্পে লুভো ম্যানিয়োঙ্গা ডায়মন্ড লীগের নতুন রেকর্ড গড়েছেন। তিনি ৮.৬১ মিটার পেরিয়েছেন। ২০১২ সালে নিষিদ্ধ ড্রাগ ক্রিস্টাল মিথামফিটামিন গ্রহণের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। অলিম্পিকে একটি রৌপ্য জেতার কৃতিত্বও দেখিয়েছেন তিনি। এদিন রেকর্ড গড়ে জেতার পরও তেমন খুশি হতে পারেননি ম্যানিয়োঙ্গা। তিনি বলেন, ‘আমি যে দূরত্ব পেরোতে চেয়েছিলাম সেটা হয়নি। আমার লক্ষ্য ছিল ৮.৮০ মিটার পেরোনোর। আমি জানি কোন একদিন সেটা পারব। আবার জিততে পেরে আমি সন্তুষ্ট। এটা কঠোর পরিশ্রম, অনুশীলনের প্রতি আমার উৎসর্গ ও অঙ্গীকার খুব কার্যকর হয়েছে। আশা করছি এটা ধরে রেখে যতটা সম্ভব এ মৌসুমে জিততে পারব।’ কেনিয়ার ৮০০ মিটার দৌড়ে রেকর্ডধারী ডেভিড রুডিশা চলতি মৌসুমে নিজের প্রথম ডায়মন্ড লীগে নেমে জিততে পারেননি। দুইবার বিশ্বচ্যাম্পিয়নশিপ ও অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া এ দৌড়বিদ চতুর্থ হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন,‘আমি তেমন খুশি হতে পারিনি। তবে এটা ঠিক বুঝে গেছি আমার অবস্থান কোন পর্যায়ে আছে।’ পুরুষদের ১১০ মিটার হার্ডলসে জ্যামাইকার ওমর ম্যাকলিওড জিতেছেন। মহিলাদের ৪০০ মিটারে এ্যালিসন ফেলিক্সকে হতাশ করে ৪৯.৭৭ সেকেন্ড টাইমিং নিয়ে জিতেছেন আরেক জ্যামাইকান শওয়ান মিলার উইবো।
×