ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ

আজ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ

প্রকাশিত: ০৬:০২, ১৪ মে ২০১৭

আজ আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনের মালাহিডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে আইরিশরা। অন্যদিকে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় ফেবারিট কিউইরা। নিউজিল্যান্ডকে হারানোর স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। এমনটাই জানিয়েছেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে আমরা জয় চাই। জানি নিউজিল্যান্ড শক্তিশালী ও বড় দল। তাদের হারানো কঠিন। তারপরও নিউজিল্যান্ডকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।’ ১ জুলাই ইংল্যান্ডের মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকেই বেছে নিয়েছে নিউজিল্যান্ড। তেমন সুর কিউই দলের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথামের কণ্ঠে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সিরিজ আমাদের প্রস্তুত করে তুলবে। এই সিরিজ দিয়ে নিজেদের ভালভাবে ঝালিয়ে নিতে পারব। প্রীতি-ফারুকের দ্বিমুকুট স্বাধীনতা দিবস টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার ‘সুইস পেপার স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা’ শেষ হয়েছে। খেলা শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হন পুরুষ এককে দেলোয়ার হোসেন (নরসিংদী টেনিস ক্লাব), পুরুষ দ্বৈতে অমল রায় (ইঞ্জিনিয়ার রিক্রিয়েশন সেন্টার) ও ফারুক হোসেন (এলিট টেনিস একাডেমি), মহিলা এককে আফরানা ইসলাম প্রীতি (বিকেএসপি), বালক এককে (অ-১৮) ফারুক হোসেন (এলিট টেনিস একাডেমি), বালক এককে (অ-১৪) রুম্মন হোসেন (বিকেএসপি), বালক এককে (অ-১২) ফারহান ইসলাম রৌদ্র (বিকেএসপি), বালিকা এককে (অ-১৮) আফরানা ইসলাম প্রীতি (বিকেএসপি)।
×