ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোর ক্ষতি

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ মে ২০১৭

নওগাঁয় ঝড় ও  শিলাবৃষ্টিতে  বোরোর ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ মে ॥ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠের পাকা বোরো ধান ক্ষেতেই ঝরে পড়েছে। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়া, বাগানের আম নষ্ট হওয়া এবং গাছপালা ও কাঁচা-পাকা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই দিন বিকেল ৩টা থেকে প্রায় ৫টা পর্যন্ত এ ঝড় ও শিলাবৃষ্টির তা-বে নওগাঁ সদর, রানীনগর ও মহাদেবপুর উপজেলার অধিকাংশ পাকা বোরো মাঠেই ঝরে পড়ে। এছাড়াও অসংখ্য গাছপালা ও আধাপাকা ও কাঁচা ঘরবাড়ির টিনের চালা উড়ে যায়।
×