ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌন্দর্য হারাচ্ছে কেরানীগঞ্জের মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ মে ২০১৭

সৌন্দর্য হারাচ্ছে কেরানীগঞ্জের  মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১২ মে ॥ কদমতলী গোলচত্বর এলাকায় মুক্তিযোদ্ধা নুর ইসলাম চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভটির বেহাল দশা। স্তম্ভের চারদিকের লোহার রেলিংয়ের বেশিরভাগ অংশ চুরি হয়ে গেছে। স্তম্ভের দেয়াল ঢেকে যাচ্ছে পোস্টারে। ২০১০ সালের ১৬ ডিসেম্বরে কেরানীগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কদমতলী গোলচত্বর এলাকায় মুক্তিযোদ্ধা নুর ইসলাম চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য নির্মাণ করা হয়। জেলা পরিষদের অর্থায়নে ও ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ভাস্কর্যটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান বলেন, রাতের বেলায় স্মৃতিস্তম্ভের রেলিং খুলে নেয়া হলেও কেউ এগুলো উদ্ধারের কোন ব্যবস্থা করেনি। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, শহীদ স্মৃতিস্তম্ভটির সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাস্কর্যের চার পাশ গ্লাস দিয়ে ঘেরা হবে।
×