ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিনব ‘নো বল’, প্রতিবাদ ও শাস্তি

প্রকাশিত: ০৬:১৪, ১০ মে ২০১৭

অভিনব ‘নো বল’, প্রতিবাদ ও শাস্তি

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) গুজরাট লায়ন্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ৪৭তম ম্যাচের ঘটনা। পাঞ্জাবের হয়ে উইকেটের বাঁদিক বল করছিলেন ডানহাতি পেসার সন্দীপ শর্মা। হঠাৎই আম্পায়ারকে না জানিয়ে ডানদিকে চলে আসেন। ডেলিভারির সঙ্গে সঙ্গেই সেটিকে ‘নো’ ডাকেন আম্পায়ার। অভিনব এই ‘নো বল’-এর পর সন্দীপ নিজেই যেন কিছুটা চমকে যান। কারণ তিনি জানতেন না এভাবে ‘নো’ হতে পারে। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠেই প্রতিবাদ করেন। টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করা এ পেসারকে তাই শাস্তির মুখে (জরিমানা) পড়তে হয়েছে। তবে মজার বিষয়, সেটি আম্পায়ারকে না জানিয়ে প্রান্ত বদলের জন্য নয় নো বল সিদ্ধান্তের প্রতিবাদ করায়। সর্বোপরি দুদিন আগে ঘটা আইপিএলের এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন অনিচ্ছাকৃত ভুলের জন্য জরিমানার পরিবর্তে সতর্ক করে দেয়া যেত। মাঠেই আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ লেবেল ১ পর্যায়ের অপরাধ। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.১. ৫ ধারায় সন্দীপকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু তিনি দোষ স্বীকার করে নেয়ায় শুনানির প্রয়োজন হয়নি। তারকাখচিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেখানে চরম ব্যর্থ সেখানে এবারের আইপিএলে ভালই খেলছে পাঞ্জাব। মঙ্গলবার এ রিপোর্ট লেখার সময় ১১ খেলায় ৫ জয়ে শেষ চারের রেসে ছিল প্রীতি জিনতার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান সন্দীপের। ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে দলের সর্বাধিক এবং আসরের চতুর্থ সর্বাধিক শিকারি। ১২ ম্যাচে ২৩ উইকেট নিয়ে সবার ওপরে সানরাইজার্স হায়দরাবাদ পেসার ভুবনেশ্বর কুমার। তবে পাঞ্জাবের জন্য হতাশার, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য দেশে ফিরে গেছেন হাসিম আমলা। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো প্রোটিয়া তারকা দুর্দান্ত (৪২০ রান) করছিলেন। শেষ চারে ওঠার লড়াইয়ে লীগ পর্বের শেষ তিনটি ম্যাচে তাকে পাচ্ছে না কিংস ইলেভেন।
×