ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে ॥ আইজিপি

প্রকাশিত: ০৫:৪৮, ১০ মে ২০১৭

জনপ্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকতে হবে ॥ আইজিপি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের আইজিপি একেএম শহীদুল হক জননিরাপত্তা বিধানের মাধ্যমে একটি নিরাপদ সমাজ বিনির্মাণে কাজ করার জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ৩৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে নবনিযুক্ত কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, একবিংশ শতাব্দীতে পুলিশে অনেক পরিবর্তন এসেছে। দ্রুত পরিবর্তনশীল বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন ঘটছে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। জনসেবার মধ্য দিয়ে জনপ্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে সচেষ্ট থাকতে হবে। সমাজে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং আজ বিশ্বে একটি স্বীকৃত পদ্ধতি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের অনেক অপরাধ দমন করা যায়।
×