ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবস্থা নেয়নি প্রশাসন

বাউফলে ধুমধাম করে আরও এক কিশোরীর বিয়ে

প্রকাশিত: ০৬:০৬, ৯ মে ২০১৭

বাউফলে ধুমধাম করে আরও এক কিশোরীর বিয়ে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ মে ॥ এবার দুবাই প্রবাসী এক যুবকের সঙ্গে ধুমধাম করে বাল্যবিয়ে হয়েছে চৌদ্দ বছর বয়সী আরও এক কিশোরীর। সোমবার দুপুরে ছিল বরের বাড়ির বৌ-ভাত অনুষ্ঠান। রবিবার রাতে ওই কিশোরী বধূকে সাজিয়ে পাঠিয়ে দেয়া হয় বরের বাড়িতে। ওই কিশোরী এ বছর নওমালা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার রোল নম্বর ২২২৩৭২, রেজিস্ট্রেশন নং ১৪১৫১৬৯৯৮৬) বরের বাড়ি নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা এবং কিশোরীর বাড়ি একই ইউনিয়নের মধ্য নওমালা গ্রামে। বর এবং কনের বাড়িতে ধুমধাম করেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। উভয় বাড়িতে সাজসজ্জা করা হয়। বাড়ির প্রবেশদ্বারে নির্মাণ করা হয় সুদৃশ্য তোরণ, প্যান্ডেল করে অতিথিদের আপ্যায়ন করানো হয়। সাউন্ড সিস্টেম করায় উৎসবমুখর ছিল বিয়ে বাড়ি। বিয়ের খবর বাউফল উপজেলা প্রশাসন অবহিত থাকলেও ব্যবস্থা নেয়া হয়নি। রবিবার রাতে জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা ইউএনওর মোবাইল ফোনে কল করে এ বিয়ের খবরটি দিয়েছিলেন। ইউএনও তাকে নানা অজুহাতের কথা বলেছেন। অথচ বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ সালের ১৯ নং আইনের ধারা ও উপধারা (সংশোধিত) মোতাবেক তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দ-, উভয় দ- প্রদানসহ এক বছরের মধ্যে বিয়ে বাতিল করার ক্ষমতা রাখেন।
×