ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপূর্ব-সুমাইয়া শিমুর ‘আহত গন্তব্য’

প্রকাশিত: ০৩:৫৪, ৯ মে ২০১৭

অপূর্ব-সুমাইয়া শিমুর ‘আহত গন্তব্য’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আহত গন্তব্য।’ আহসান হাবিব সকালের রচনায় ‘আহত গন্তব্য’ নাটকটি পরিচালনা করেছেন সময়ের মেধাবী নাট্য নির্মাতা দীপু হাজরা। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং সুমাইয়া শিমু। আরও অভিনয় করেছেন সামিয়া সাঈদ, আলী ফাইয়ান, সাদ্দাম সানী, সাদিয়া তিতলী প্রমুখ। সম্প্রতি শূটিং শেষ হওয়া ‘আহত গন্তব্য’ নাটকের ক্ষেত্রে। এই নাটকের গল্পে শিমুকে দেখা যাবে সে খুব ভাল গিটার বাজান যেটি অপূর্বকে মুগ্ধই করে। অপূর্ব তার কাছে গিটার শিখতে চাইলে শিমু সম্মত হন। প্রায় প্রতিদিন অপূর্ব-শিমুর কাছে গিটার শিখতে আসেন। বাস্তব জীবনে সুমাইয়া শিমু গিটার না বাজাতে পারলেও চরিত্রের স্বার্থে তাকে কিছুটা তালিম নিতে হয়। খুব সুচারুরূপে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য বেশ বেগ পেতে হয় তাকে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে সুমাইয়া শিমু একজন জনপ্রিয় ও সুদক্ষ অভিনেত্রী। চরিত্রের স্বার্থে তাকে অনেক ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। তেমনি ঘটেছে ‘আহত গন্তব্য’ নাটকের ক্ষেত্রে। এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন নাটকের গল্প ও আমার চরিত্র দুটোই ভাল লেগেছে। কিছুটা কষ্টসাধ্য ছিল। তবে ভাল কিছুর জন্য কষ্ট করাটা কষ্টের মনে হয় না। আশা করি দর্শকরা ভিন্ন এক চরিত্রে আমাকে দেখতে পাবে। নাটক সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, প্রায় প্রতিটি নাটকে চেষ্টা করি গল্পের মধ্যে যেন ভিন্নতা থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দর্শকদের ভাল লাগলেই কাজটির স্বার্থকতা খুঁজে পাব। ‘আহত গন্তব্য’ নাটকটি আসছে ঈদ-উল-ফিতরে একটি বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
×