ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে নিহত রাজনের দাফন সম্পন্ন, গ্রেফতার ১

পুকুর সেচে যুবলীগ নেতা রানা হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৫, ৮ মে ২০১৭

পুকুর সেচে যুবলীগ নেতা রানা হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ মে ॥ টানা চারদিন স্থানীয় একটি পুকুরে জোর তল্লাশি চালিয়ে জেলার বহু আলোচিত যুবলীগ নেতা রানা হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঢাকার আশুলিয়া থেকে দুই আসামি গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যমতে পুলিশ এ অভিযান চালায়। পুকুর সেচসহ পুলিশের এ ধরনের অভিযানে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের উষি নামের একটি পুকুরের সেচ কাজ রবিবার দুপুরের দিকে সম্পন্ন করে পুলিশ। গত ৪ দিন ধরে ওই পুকুরে সেচ দিয়ে তল্লাশি চালিয়ে এবং পুকুরের পার্শ্ববর্তী বাড়ির অব্যবহৃত মাটির চুলা থেকে যুবলীগ নেতা রানা হত্যায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ইউপি নির্বাচনে চৌদ্দগ্রামের বাতিশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন টিপু গ্রুপ ও আবদুল হাই কানু গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ওই নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে জাহিদ হোসেন টিপু জয়লাভ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে আবদুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব পরাজিত হয়। এ দ্বন্দ্বের জের ধরে গত বছরের ৩ সেপ্টেম্বর টিপু গ্রুপের সদস্য স্থানীয় যুবলীগ নেতা ও ওই ইউনিয়নের ঘূর্ণিশকরা গ্রামের শহীদুল্লাহর ছেলে মোঃ রানাকে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওইদিন চৌদ্দগ্রাম থানায় ১৮ জনকে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন সময়ে ৭ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এদিকে এ মামলার অপর আসামি চৌদ্দগ্রামের দক্ষিণ লুদিয়ারা গ্রামের শরিফুল ইসলাম জনি ও আব্দুল হান্নানকে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসা হয়। এদের মধ্যে শরিফুল ইসলাম জনির দেয়া তথ্যমতে পুলিশ লুদিয়ারা গ্রামের উষি নামক পুকুরে তল্লাশি চালিয়ে ১টি এলজি এবং আসামি জনির বাড়ির একটি অব্যবহৃত মাটির চুলা থেকে ১টি এলজি, ১টি পাইপগান, ৫টি কার্তুজ উদ্ধার করে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জনি জানিয়েছে, রানা হত্যা মামলার আসামি গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব গত ইউপি নির্বাচনের সময় ভোট কেন্দ্র দখলের উদ্দেশ্যে এসব অস্ত্র সংগ্রহে রেখেছিল। কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪ দিন ধরে অভিযান চালিয়ে যুবলীগ নেতা রানা হত্যা মামলার ওই দুই আসামিকে গ্রেফতারসহ তাদের দেয়া তথ্য অনুযায়ী পুকুর সেচ করে ও আসামির বাড়ির অব্যবহৃত মাটির চুলায় তল্লাশি চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় উক্ত দুই আসামিসহ রানা হত্যা মামলার অপর আসামি গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। নিজস্ব সংবাদদাতা, দাউকান্দি থেকে জানান, উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রাজনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার নিজ গ্রাম কাজিরকোনা ঈদগাহ মাঠে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। রবিবাব নিহতের বড় ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যুবলীগ নেতা রাজন হত্যা ঘটনায় মামলার এজাহারভুক্ত ৫নং আসামি অপুকে (২৬) গ্রেফতার করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে দাউদকান্দি উপজেলা সদরের বলদাখাল মসজিদের সামনে যুবলীগ নেতা আমির হোসেন রাজনকে (৩৫) দিনদুপুরে একদল সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। জানাজার আগে তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে আওয়ামী লীগ যুবলীগের ও ছাত্রলীগের শত শত নেতাকর্মী কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজায় উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া এমপি, উপজেলা চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস ছালাম অপর অংশের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×