ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৬টি মোবাইল এ্যাপ পেল জাতীয় এ্যাপ্লিকেশন পুরস্কার

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মে ২০১৭

১৬টি মোবাইল এ্যাপ পেল জাতীয় এ্যাপ্লিকেশন পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ আট ক্যাটাগরিতে ১৬টি মোবাইল এ্যাপ পেয়েছে ‘জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন পুরস্কার-২০১৬’। গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। দেশীয় প্রতিষ্ঠানে তৈরি সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনী মোবাইল এ্যাপ্লিকেশনের স্বীকৃতি দেয়া হয়েছে আটটি ক্যাটাগরিতে। তিন ধাপের বিচারকাজ শেষে ১৬টি সেরা এ্যাপ নির্বাচন করা হয়। জাতীয় পুরস্কার পাওয়া এ্যাপগুলো ওয়ার্ল্ড সামিট অন মোবাইল এ্যাপ্লিকেশনের ‘প্লোবাল’ প্রতিযোগিতার জন্য সরাসরি মনোনীত হবে। এ্যাপগুলো আন্তর্জাতিক মানের বলে বিচারকরা মনে করছেন। জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, এখন পৃথিবীতে ৫০ লাখের মতো মোবাইল এ্যাপ্লিকশন রয়েছে। এরমধ্যে দেশের তৈরি এ্যাপ্লিকেশন আছে সাড়ে তিন হাজার। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এ্যাপ্লিকেশন বিক্রি হচ্ছে। বৈদেশিক মুদ্রা আয়ের এটি আরেকটি উৎস। ভবিষ্যতে এই বাজার আরও ব্যাপকতায় নিয়ে যেতে আমাদের প্রস্তুতি নিতে হবে। এ জন্য নতুন একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা ১০ হাজার এ্যাপ ও গেম ডেভেলপার তৈরি করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪০টি বিশেষায়িত ল্যাব তৈরি করা হবে। আমাদের বিশ্বাস, এই বিনিয়োগ থেকে আগামী তিন থেকে চার বছরের মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা আয় করা সম্ভব হবে। বিজয়ী এ্যাপগুলো হলো গবর্নমেন্ট পার্টিসিপেশন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ব্যাট চেকার, রানার আপ প্রাইমারী স্কুল মনিটরিং। মিডিয়া ও নিউজে চ্যাম্পিয়ন ইয়ুথ অপরচুনিটিস, রানার আপ হাউ আই ওয়ার্ক। এন্টারটেইনমেন্ট ও লাইফস্টাইলে চ্যাম্পিয়ন হিরোস অব সেভেন্টি ওয়ান ও রানার আপ ল্যান্ড নক। লার্নিং এ্যান্ড এডুকেশনে চ্যাম্পিয়ন নিলিমার বায়োস্কোপ ও রানার আপ ব্রেইন ইকুয়েশন। এনভায়রনমেন্ট ও হেলেথ চ্যাম্পিয়ন জলপাই ও রানার আপ বেবিটিকা। ট্যুরিজম ও কালচার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নৌকা বাইচ, রানার আপ পথ দেখুন। ইনক্লুশন ও এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন কলোরব রানার আপ ওটিজম বার্তা। বিজনেস এ্যান্ড কমার্স ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডেসকো, রানার আপ শপ আপ। জাতীয় মোবাইল এ্যাপ্লিকেশন পুরস্কার অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশ উন্নয়নের ধারায় বেশ কিছু মাইলফলক পূর্ণ করেছে।
×