ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকা হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা

প্রকাশিত: ০৪:০৯, ৬ মে ২০১৭

পুরান ঢাকা হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার ॥ সুনির্দিষ্ট পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে পুরান ঢাকা হতে পারে পর্যটনের অপার সম্ভাবনা। নগরবিদরা বলছেন, পুরান ঢাকাকে পর্যটনবান্ধব করা গেলে পর্যটন নগরীর পাশাপাশি অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর প্রতœতত্ত্ব বিভাগ বলছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে এসব ঐতিহাসিক স্থাপনাকে প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দিতে পারছে না সরকার। প্রায় চার শ’ বছর আগে বুড়িগঙ্গার তীরে জন্ম হয় প্রাচীন নগরী ঢাকার। পুরান ঢাকার নানা ঐতিহ্য ও স্থাপনা শুধু ঢাকাকেই নয়, গোটা দেশকেই প্রতœতাত্ত্বিক নিদর্শনের বাহক হিসেবে উপস্থাপন করছে আজও। এখানকার ঐতিহাসিক সড়ক, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক নিদর্শন হতে পারে পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান। এক সময় দুই বাংলার সাহিত্য-সংস্কৃতির মিলন কেন্দ্র ছিল বাংলাবাজারের বিউটি বোর্ডিংকে ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো রাজনীতিকরাও আড্ডা দিয়ে স্মৃতিময় করেছেন বিউটি বোর্ডিংকে। বিউটি বোর্ডিংয়ের ব্যবস্থাপক সমর সাহা বলেন, ‘আমরা চাই এ ঐতিহ্যটা যেন সারা পৃথিবীর মানুষ জানতে পারে।’ পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থাপনা হচ্ছে ফরাশগঞ্জের রুপলাল হাউজ। অযতœ আর অবহেলার ছাপ লেগে আছে ১৮৮৫ সালে আর্মেনীয় জমিদারের হাতে নির্মিত ভবনের প্রতিটি কারুকাজে। দেশের অনেক অতীত আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র পুরান ঢাকার শাঁখারিবাজার। চোখে পড়বে ব্রিটিশ সময়ের রাজকীয় পুরনো অনেক স্থাপনা। নগরবিদরা বলছেন, এ ধরনের স্থাপনাকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে পর্যটন বিকাশের রয়েছে বিশাল সম্ভাবনা।
×