ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাবার এতিমখানায়

কালীগঞ্জে দুটি বাল্যবিয়ে পণ্ড, বর পালিয়েছে

প্রকাশিত: ০৫:৪০, ৫ মে ২০১৭

কালীগঞ্জে দুটি বাল্যবিয়ে পণ্ড, বর পালিয়েছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে বৃহস্পতিবার বাল্য বিয়ের দু’টি অনুষ্ঠান প- করে দিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। তারা এক বিয়ে অনুষ্ঠান থেকে বর ও কনের মাসহ কয়েকজনকে আটক করলেও অপর বিয়ের অনুষ্ঠান থেকে বর নিয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় ওই বিয়ের অনুষ্ঠানের খাবার জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, উপজেলার নাগরী ইউনিয়নের সেনপাড়া গ্রামের হবি মিয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী মৌসুমী আক্তারের (১৩) সঙ্গে একই ইউনিয়নের কালিকুটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে গোলজার হোসেনের বিয়ে অনুষ্ঠানের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এ উপলক্ষে কনের বাড়িতে ব্যাপক আয়োজনও করা হয়। কনের বয়স ১৮ বছর পূর্ণ হয়নি এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের লোকজন এ বাল্য বিয়ে প্রতিরোধ করতে দুপুরে কনের বাড়িতে যান। এ সময় প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন বরকে নিয়ে কৌশলে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় কনের পিতামাতার কাছ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাদের মেয়েকে বিয়ে দিবে না বলে মুচলেকা নিয়ে বিয়ের অনুষ্ঠান প- করে দেন এবং বিয়ে অনুষ্ঠানের খাবার জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করেন। একই দিন বিকেলে একই উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণসোম গ্রামের মৃত জহিরুল হকের বাড়িতে তার মেয়ে কনা আক্তারের (১৭) বিয়ের অনুষ্ঠান চলছিল। কনা এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বইলদা গ্রামের মোসলেম উদ্দিন খানের ছেলে আফসার উদ্দিন খানের সঙ্গে তার বিয়ের আয়োজন চলছিল। বাল্য বিয়ের এ খবর পেয়ে স্থানীয় প্রশাসনের লোকজন এ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে কনের মা মেহেরুন্নেছাসহ উভয় পক্ষের অন্ততঃ ২০ জনকে সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বর আফসার উদ্দিন খান পালিয়ে যায়। পরে উভয় পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
×