ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২২, ৪ মে ২০১৭

টুকরো খবর

তিন স্কুলছাত্রী নিখোঁজ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাইভেট পড়তে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে বানারীপাড়া উপজেলার তিন স্কুলছাত্রী। মঙ্গলবার বিকেল চারটা থেকে স্বর্ণা আক্তার, সুমাইয়া ও আঁখি নামের তিন ছাত্রীর নিখোঁজের ঘটনায় বুধবার দুপুরে স্বর্ণা ও সুমাইয়ার অভিভাবক থানায় সাধারণ ডায়েরি করেছেন। ওসি সাজ্জাদ হোসেন জানান, নিখোঁজ ছাত্রীদের মধ্যে স্বর্ণা ও আঁখি বানারীপাড়া সদর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত এবং সুমাইয়া চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। নিখোঁজ ছাত্রীদের স্বজনদের বরাত দিয়ে ওসি বলেন, পৌর এলাকার মাহামুদিয়া মাদ্রাসাসংলগ্ন দোলা ম্যাডামের কাছে ওই তিন ছাত্রী প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর মঙ্গলবার বিকেল চারটা থেকে তাদের খোঁজ মিলছে না। নিখোঁজ স্কুলছাত্রী স্বর্ণা রায়েরহাট গ্রামের হেলাল খানের ও সুমাইয়া চাখার এলাকার কবির হোসেনের। স্কুলছাত্রী স্বর্ণার মা ছালমা বেগম ও সুমাইয়ার মা শাহানাজ পারভীন থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করেন। চট্টগ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পৃথক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল। নগরীর বরিশাল কলোনি এবং বহদ্দারহাট এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। জানা যায়, নগরীর বরিশাল কলোনি এলাকায় বুধবার ভোর থেকে শতাধিক পুলিশ ৯টি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ১১ বস্তা ফেনসিডিল। পুলিশ জানায়, বরিশাল কলোনি মাদকের আখড়া হিসেবে পরিচিত। সেখানে তৎপরতা রয়েছে ফারুক-ইউসুফ সিন্ডিকেটের। উদ্ধার করা ১১টি বস্তায় পাওয়া যায় ২ হাজার ৩০৬ বোতল ফেনসিডিল, যার সবই এই সিন্ডিকেটের। এদিকে, নগরীর বহদ্দারহাট এলাকা থেকে ২৭ হাজার ৫৫০ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোর সাড়ে চারটার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার যুবকের নাম জুয়েল খাঁ। শরণখোলায় ডাকাতি ॥ আটক দুই স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় ধানসাগর ইউপি আওয়ামী লীগ নেতা বাবুল আকনের বাড়িতে ডাকাতি হয়েছে। মুখোশধারী ডাকাতদল ঘরে ঢুকে সাবাইকে বেঁধে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ ৫০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। বুধবার ভোরের দিকে হোগলপাতি গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ শরণখোলা-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ব্রিজ নামক এলাকা থেকে দুই ডাকাতকে আটক করেছে। এরা হলোÑ ঝালকাঠি জেলার শিয়ালকাঠির জোলাগাতি এলাকার আলামিন আকন (৩৫) এবং একই জেলার রাজাপুরের লেবুবুনিয়া গ্রামের মিজান ওরফে সোলায়মান (৩২)। তাদের কাছ থেকে লুট হওয়া সাড়ে ৭ হাজার টাকা ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গো-হাটে বাড়তি টোল আদায় নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ মে ॥ সাঘাটার ভরতখালী গো-হাটে সরকারী রেট উপেক্ষা করে অবৈধভাবে নিয়ম ভঙ্গ করে দ্বিগুণ তিনগুণ হারে ক্রেতা ও বিক্রেতার কাছে ইজারাদারের লোকজন অবৈধভাবে টোল আদায় করছে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ক্রেতা-বিক্রেতাসহ এলাকার সর্বস্তরের মানুষ। এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের কাছে অবিলম্বে অতিরিক্ত হারে টোল আদায় বন্ধসহ ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ভরতখালী এলাকাবাসীর পক্ষ থেকে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আব্দুল জলিল উল্লেখ করেন, সাঘাটা উপজেলার হাট ভরতখালী ঐতিহ্যবাহী পুরাতন বিশাল একটি গো-হাট ও বাজার। গোটা গাইবান্ধা জেলাসহ দেশের অন্যান্য জেলার বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল বেচাকেনার জন্য পাইকারি গরু ব্যবসায়ী এবং কৃষকসহ অন্যান্য ক্রেতারাও গরু-ছাগল কিনতে এ ভরতখালী হাটে আসে। এ হাটকে কেন্দ্র করেই অবহেলিত এ অঞ্চলের পাইকারি, খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার কমপক্ষে ৪ হাজার থেকে ৫ হাজার মানুষ তাদের ব্যবসা-বাণিজ্যসহ জীবন জীবিকানির্বাহ করে আসছে। পলিটেকনিকে সংঘর্ষ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বুধবার বেলা ১১টায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউটের ইলেকট্র্রনিক্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফাইম গ্রুপের সমর্থক জাকারিয়াসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহত জাকারিয়া জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের সমর্থকরা ক্যাম্পাস দখল করতে মহানগর ছাত্রলীগ নেতা ফাইম গ্রুপের ওপর হামলা চালায়। বেলা ১১টার দিকে রাজ্জাক সমর্থক তাহের তার সহযোগী কলেজের সিভিল ডিপার্টমেন্টের মনির হোসেন ও নাদিম তাদের সহযোগীদের নিয়ে ক্যাম্পাসে অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় প্রশাসনিক ভবন থেকে কলেজ ক্যাম্পাসের মুক্তিযোদ্ধা ছাত্রাবাসে যাওয়ার পথে তার ওপর হামলা চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচ শিক্ষার্থী আহত হয়। কলেজ ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বহিরাগতরা পুলিশের সামনে হামলা চালিয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলে পরিবারের ওপর সন্ত্রাসী হামলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩ মে ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু জেলে পরিবারগুলো খোলা আকাশের নিচে অনাহারে বসবাস করছে। ওই গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা এমদাদুল হকের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ওই অসহায় ছিন্নমূলসহ ১২টি পরিবারের ওপর তা-ব চালিয়ে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে। বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অসহায় পরিবারগুলো তাদের বাড়িঘর ফেরতসহ ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনÑ রফিকুল ইসলাম, বিনতি রানী, বাসনা রানী প্রমুখ। তারা লোমহর্ষক ঘটনার বর্ণনা দেয়। এ সময় শিশু ও মহিলারা কান্নায় ভেঙ্গে পড়ে, কেউ কেউ রাস্তায়ও শুয়ে পড়ে। এমদাদুল হক সাড়ে ৯ বিঘা জমি নিজের দাবি করে ভাড়া করা সন্ত্রাসী নিয়ে মঙ্গলবার দুপুরে সংখ্যালঘু জেলে সম্প্রদায় অধ্যুষিত ওই গ্রামে হামলা চালিয়ে অতি দরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদ করে। এ সময় সন্ত্রাসীরা তা-ব চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর, গৃহস্থালী জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমনকি ওই জমির ওপরে শীতলা মন্দির ভাংচুর করে এবং পালানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং চারপাশে তারকাঁটা দিয়ে ঘিরে রাখে। সন্ত্রাসীদের মারধরে শিশু মহিলাসহ ৮ জন আহত হয়েছে। ঘাটাইলে নিহত ৭ জনের পরিচয় মিলেছে নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩ মে ॥ ঘাটাইল উপজেলার গুনগ্রামে বাস খাদে পরে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধারে করে হাসপাতালে ভর্তি করেছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ধনবাড়ীগামী বিনিময় পরিবহন নামে যাত্রীবাহী বাস টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ঘাটাইল উপজেলার গুনগ্রাম এলাকায় একটি পিকআপকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ৮ জনকে রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার সকালে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যায়। নিহতদের হলেনÑ মোতাহার হোসেন (৫০), বাড়ি সাতপোয়া সরিষাবাড়ী, জামালপুর। আব্দুর রহিম (৫০) বাড়ি দিগপাইদ, জামালপুর। মনিরুজামান (৩৫) বাড়ি মহনপুর, জামালপুর। আছমা (৪৮) বাড়ি মাকুল্যা, গোপালপুর, টাঙ্গাইল। বাসের চালক চন্দন দাস (২৫) সাজানপুর, গোপালপুর, টাঙ্গাইল। বাসের হেলপার আরিফ (২২) বন্দ আজগরা, গোপালপুর, টাঙ্গাইল। শান্তা (২৮) বাড়ি নাখালপাড়া, মহাখালী, ঢাকা। নিহতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। আর আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এবার সাবেক প্রতিমন্ত্রী কবির হোসেনের বাড়ির সামনে পদবঞ্চিত রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। রাজশাহী যুবদলের নতুন কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে তারা অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বুধবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নগরীর উপশহর মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপশহরস্থ ৩ নম্বর সেক্টরের ১৭১ নম্বর বাড়ির সামনে অবস্থান নেয় এবং প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন যুবদল নেতা ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু ও মাইনুল ইসলাম মিঠুসহ অন্য নেতারা। প্রতিবাদ সমাবেশ থেকে নতুন কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করার দাবি জানানো হয়। পরে যুবদলের নেতাকর্মীরা কবির হোসেনের সঙ্গে কথা বলেন ও নতুন কমিটি বাতিলের দাবি জানান। এর আগে শনিবার রাজশাহী যুবদলের ঘোষিত কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়ি ঘিরে বিক্ষোভ করে পদবঞ্চিত নেতা ও তাদের অনুসারীরা। প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবুল কালাম আজাদ সুইটকে সভাপতি, মাহাফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাঙ্গাশের পোনা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার বাগরজা লঞ্চঘাট এলাকা থেকে বুধবার সকালে ৬০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বাগরজা লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মকবুল হোসেন জানান, ১২ ইঞ্চির নিচে পাঙ্গাশের পোনা না ধরার জন্য সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা অতিগোপনে নদী থেকে পাঙ্গাশের পোনা ধরে আসছে। জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে। জঙ্গী বিরোধী সমাবেশ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’Ñ স্লোগান নিয়ে রাজশাহী বিভাগীয় মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল অডিটরিয়ামে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড। রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ডাঃ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল হেলাল মুর্শেদ খান বীরবিক্রম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন।
×