ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার রিজার্ভ ৪০ হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৩:৫৪, ৪ মে ২০১৭

রাশিয়ার রিজার্ভ ৪০ হাজার কোটি ডলার

রাশিয়ার মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এ হার গেল ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০৮ সালের আগস্টে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৯ হাজার ৮শ’ কোটি ডলার। এরপর ২০১৪ সালে দেশটির রিজার্ভ দাঁড়ায় ৫০ হাজার কোটি ডলার। মূলত জ্বালানি তেলের দর কমায় ২০১৪ সালে কমে যায় জ্বালানি রফতানিকারক এ দেশের মুদ্রা রুবলের মান। এরপরই ইউক্রেন ইস্যুতে কেন্দ্র করে রাশিয়ার ওপর বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৪ দশমিক ৩ শতাংশ। জ্বালানির দর আরও স্থিতিশীল হলে রিজার্ভ আরও বাড়ার প্রত্যাশা রুশ সরকারের। -অর্থনৈতিক রিপোর্টার
×