ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নিবন্ধিত শিল্পে বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ০৩:৫৩, ৪ মে ২০১৭

নিবন্ধিত শিল্পে বিনিয়োগ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম তিন মাসে নিবন্ধিত শিল্পে বিনিয়োগ কমেছে। গত বছরের শেষ ৩ মাসের তুলনায় বিনিয়োগ কমার হার হচ্ছে ৪৫ দশমিক ৮৮ শতাংশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ) ৫১০ শিল্প প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। নিবন্ধিত শিল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৩৭ হাজার ২১৭ কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা। ২০১৬ সালের শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৬৮ হাজার ৭৬৭ কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। আলোচ্য সময়ে প্রস্তাবিত মোট বিনিয়োগ কমেছে ৩১ হাজার ৫৫০ কোটি ১৭ লাখ ৮৩ হাজার টাকা। এ সময় নিবন্ধিত শিল্প ইউনিটের পরিমাণ ছিল ৪৮৭। তবে নিবন্ধিত শিল্পে স্থানীয় বিনিয়োগ বেড়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে ৪৬৯ শিল্প ইউনিটে স্থানীয় বিনিয়োগের পরিমাণ হয়েছে ২৯ হাজার ৬৮০ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা। যা গত বছরের অক্টোবর-ডিসেম্বর মাসে স্থানীয় নিবন্ধিত বিনিয়োগের পরিমাণ ছিল ২৩ হাজার ৪৪ কোটি ১৩ লাখ ৮১ হাজার টাকা। সেই হিসেবে স্থানীয় প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ বেড়েছে ৬ হাজার ৬৩৬ কোটি ২ লাখ ৮১ হাজার টাকা বা ২৮ দশমিক ৮০ শতাংশ। একই সময় ২০ শতভাগ বিদেশী মালিকানাধীন ও ২১টি যৌথ মালিকানাধীন; মোট ৪১ প্রতিষ্ঠানের শিল্প ইউনিটের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৫৩৭ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা। দেখা গেছে, কেমিক্যাল শিল্প খাতে ১৭ দশমিক ৫৮ শতাংশ, টেক্সটাইল খাতে ১০ দশমিক ৫১ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ১২ দশমিক ৫২ শতাংশ, ইঞ্জিনিয়ারিং খাতে ৪ দশমিক ৭৬ এবং অন্যান্য শিল্প খাতে ২৩ দশমিক ৪৮ শতাংশ বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। আলোচ্য তিন মাসে বিডার নিবন্ধিত মোট ৫১০ শিল্পে মোট ৭৩৭৯৭ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
×