ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপূর্ব-উর্মিলার ‘কী কথা তাহার সাথে’

প্রকাশিত: ০৩:৩৭, ৪ মে ২০১৭

অপূর্ব-উর্মিলার ‘কী কথা তাহার সাথে’

সংস্কৃতি ডেস্ক ॥ আরটিভিতে আজ বৃহস্পতিবার রাত ৮-১০ মিনিটে প্রচার হবে নাটি বিস্কুট নিবেদিত বিশেষ নাটক ‘কী কথা তাহার সাথে’। নাটকটি রচনা করেছেন মুহাম্মদ আবু রাজীন। পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব, উর্মিলা শ্রাবন্তীকর, তারিক স্বপন, সাইকা আহমেদ, মোশাররফ হোসেন, সাইফ, কাহির মাহমুদ, শিমু মাহমুদ, সোমা হালদার প্রমুখ। নাটকের কাহিনীতে দেখা যাবে জিকো এলাকার পাতি মাস্তান। মাস্তান হলেও জিকো শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দু’বছর আগে মাস্টার্স পাস করেছে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে। কিন্তু কখনও চাকরি-বাকরি করার কোন আগ্রহ দেখা যায়নি তার মাঝে। মহল্লার সব থেকে রূপসী মেয়েটির নাম আরশী। ইদানিং আরশীকে জিকোর বেশ মনে ধরেছে। রোজ ভার্সিটি যাওয়া-আসার পথে জিকো রাস্তায় দাঁড়িয়ে নানান কসরত করে আরশীর মনযোগ আকর্ষণের জন্য। কিন্তু ব্যর্থ হয়। আরশীর উদাসিনতা জিকোর ব্যাকুলতাকে দিন দিন উসকে দেয়। মরিয়া হয়ে সুযোগের অপেক্ষায় থাকে কোন একটি সুযোগ যার সদ্ব্যবহার জিকোকে আজীবনের জন্য আরশীর চোখে গেঁথে দেবে। কোন এক পরন্ত বিকেলে, বাসার গেটে রিকশা ভাড়া নিয়ে আরশীর সঙ্গে কথা-কাটাকাটি লেগে যায় রিক্সাওয়ালার। অদূরে টং দোকানের বেঞ্চিতে বসে চা খাচ্ছিল জিকো। আধা খাওয়া চায়ের কাপ ফেলে উঠে দাঁড়ায় সে, এরপর প্রায় দৌড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। আরশী উত্তেজিত হয়ে রিক্সাওয়ালাকে কিছু বলছে। কি কথা হচ্ছে না হচ্ছে, কোন কিছুই শোনার টাইম নেই, জিকো ধিরিম করে একটা চড় বসিয়ে দেয় রিক্সাওয়ালার ঘামতপ্ত গালে। হতবাক আরশী জিকোর এমন আচরণে। আরশী প্রচ- বিরক্ত হয়। সে রাতটা জিকোর নির্ঘুম পায়চারী করে কাটে। পরদিন ভার্সিটি যাওয়ার পথে আরশীর রিক্সা থামায় জিকো। কিছু বলার আগেই আরশী তাকে বলে, গত রাতে আমাদের এলাকার এমপি সাহেবের ছেলে আমাকে প্রচ- অপমান করছে, বেয়াদবি করছে আমার সঙ্গে। যান আপনি তার চাপা ভেঙ্গে দিয়ে আসুন। এমপি পুত্রের নাম শুনে ভরকে যায় জিকো। আমতা আমতা করতে থাকে। খানিকক্ষণ অপেক্ষা করে আরশী বলে, আপনি যে আমাকে ভালবাসেন, এটাও আমার জন্য অপমানের। কারণ আপনি একটা কাপুরুষ! একজন নারী কখনোই কাপুরুষের ভালবাসা কামনা করে না। একমাত্র কাপুরুষরাই দুর্বলের ওপর শক্তি প্রয়োগ করে। গতকাল একজন দুর্বল রিক্সাওয়ালাকে মেরে নিজের বাহাদুরি দেখাতে চেয়েছেন, অথচ আজ যখন এমপি পুত্রের কথা বললাম তখন আপনার গলা শুকিয়ে গেল? জিকো নত মস্তকে দাঁড়িয়ে থাকে। অস্ফুট গলায় বলে ‘আমি ভুল করেছি সরি’। আরশী বলে, যেহেতু আপনি ভুল বুঝতে পেরেছেন তাই আপনাকে আমি একটি সুযোগ দেব। আপনি শিক্ষিত, ভদ্র পরিবারের সন্তান, আপনাকে বিয়ে করতে আমার কোন আপত্তি নেই। তবে একটি শর্ত আছে। জিকো প্রায় নিঃশ^াস বন্ধ করে আরশীর চোখে তাকায়। আরশী বলে, আপনাকে ওই রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি আপনাকে ক্ষমা করেন তো আমি আপনার ভালবাসা গ্রহণ করব। জিকো হতাশ গলায় বলে, আমি তাকে এখন কোথায় খুঁজে পাব? আরশী নির্লিপ্ত গলায় বলে, তাতো আমি জানি না। পাপ আপনি করেছেন, প্রায়শ্চিত্যও আপনাকে করতে হবে। এভাবেই গল্প এগিয়ে যায় সমাপ্তির দিকে।
×