ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে শ্রমিক সমাবেশ

ভোগ্যপণ্যের মূল্য নির্ধারণ করে দিন ॥ মহিউদ্দিন

প্রকাশিত: ০৪:০৪, ৩ মে ২০১৭

ভোগ্যপণ্যের মূল্য নির্ধারণ করে দিন ॥ মহিউদ্দিন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সোমবার মহান মে দিবসের শ্রমিক সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী পাইকারি বাজার খাতুনগঞ্জে চিরুনি অভিযান পরিচালনা এবং রোজায় পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামনে রমজান। সবকিছু স্বাভাবিক। তবুও ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চক্রান্ত চলছে। রোজায় পণ্যের দাম বাড়লে জনগণ হতাশ হবে। আমদানি ব্যয় কত সেটা খতিয়ে দেখে পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, তেল, ছোলা ও চিনির দাম নির্ধারণ করে দিতে হবে। যাতে কেউ যেন অধিক মুনাফা করতে না পারে সে জন্য খাতুনগঞ্জে চিরুনি অভিযান চালাতে হবে। বন্দর প্রসঙ্গে বলেন, চট্টগ্রাম বন্দর দেশের শ্রেষ্ঠ সম্পদ। এ বন্দর নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। বন্দরকে অলাভজনক করার অপচেষ্টা হচ্ছে। অনেকে ব্যক্তিগতভাবে উপকৃত হওয়ার জন্য বন্দরকে অলাভজনক করার অপচেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের কলকারখানা পরিচালনা অযোগ্য ও অর্থবদের হাতে পড়েছে। উদাহরণ দিয়ে বলেন, আমিন জুটমিল যেখানে প্রতিদিন ৬০ টন পাট উৎপাদন হতো, তা এখন ১৮ টনে নেমে এসেছে। কিন্তু আমাদের তৎপরতায় আবার তা ৩০ টনে উন্নীত হয়েছে। গুরুত্বপূর্ণ কলকারখানার দায়িত্ব যোগ্যদের হাতে দিতে হবে। গৃহকর প্রসঙ্গে বলেন, এ করের বোঝা যেন চাপানো না হয় সে জন্য উপস্থিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, শহরের গরিব আদি বাসিন্দাদের ওপর গৃহকরের বোঝা চাপালে তারা শহর ছাড়তে বাধ্য হবে। প্রধান বক্তা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, তিনি ছাত্র রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি করছেন। শ্রমিক রাজনীতি করেননি। তবুও শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হক এটলি, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল ও সম্পাদক ম-লীর সদস্য চন্দন ধর।
×