ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাইব্যুনালের অভিমত

কেউ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রাজাকার বলা যাবে না ॥ যুদ্ধাপরাধী বিচার

প্রকাশিত: ০৫:৩৩, ১ মে ২০১৭

কেউ দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত রাজাকার বলা যাবে না ॥ যুদ্ধাপরাধী বিচার

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নওগাঁ ও জয়পুর হাটের চার আসামির বিরুদ্ধে ১২ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে গ্রেফতারকৃত তিন আসামিকে আগামী ৮ ও ৯ মে কেরানীগঞ্জ কারাগারের কনফারেন্স রুমে অধিকতর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। একইসঙ্গে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেই বা (মামলা) হলেই তার নাম এর সঙ্গে ‘রাজাকার’ বলা যাবে না বলে অভিমত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে দোষী সাব্যস্ত হওয়ার পরই তার নামের আগে রাজাকার শব্দ ব্যবহার করা যাবে বলে সংশ্লিষ্টদের প্রতি অভিমত দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট আব্দুস সাত্তার পালোয়ান।আদেশের পর প্রসিকিউটর আবুল কালাম জনকণ্ঠকে বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার নওগাঁর জামায়াত নেতা রেজাউল করিম মন্টু, ইসহাক আলী ও শহীদ ম-লকে অধিকতর জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। ‘ওই আবেদনে তিনজনের নামের আগে ‘রাজাকার’ শব্দটি থাকায় ট্রাইব্যুনাল বলেছে, কোন ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে ‘রাজাকার’ বলা সমীচীন হবে না।’ যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের ১৮ অক্টোবর নওগাঁ জেলার চারজনের বিরুদ্ধে এ মামলা হয়। আসামিদের মধ্যে একজন এখনও পলাতক। মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘রেজাউল করিম মন্টুসহ গ্রেফতার তিন আসামিই নওগাঁ জেলার তালিকাভুক্ত যুদ্ধাপরাধী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তিনি জানান, জয়পুরহাট জেলা জামায়াতের সাবেক আমির মন্টুকে গত বছর ১০ ফেব্রুযারি নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ। ওইদিনই ইসহাক আলী ও শহীদ ম-লকেও নওগাঁ থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়। ছেলের চাকরির
×