ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ব্রিজ ভেঙ্গে আহত ১০

প্রকাশিত: ০৩:৪৭, ১ মে ২০১৭

গলাচিপায় ব্রিজ ভেঙ্গে আহত ১০

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের পানখালী খালের ওপরের সিøপার ব্রিজটি রবিবার দুপুরে হঠাৎ করে ভেঙ্গে পড়েছে। এ সময় ব্রিজের ওপর দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৪০-৫০ শিশু শিক্ষার্থী খাল পার হচ্ছিল। ব্রিজ ভেঙ্গে অন্তত ১০ শিশু মারাত্মক আহত হয়েছে। আহত দুই শিশুকে গলাচিপা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেছে, মাত্র তিন-চার মাস আগে উপজেলা প্রকৌশল দফতর থেকে ওই সিøপার ব্রিজটি মেরামত ও সংস্কার করা হয়েছে। মেরামতের অল্প সময়ের মধ্যে ব্রিজটি ভেঙ্গে পড়ায় লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এলাকাবাসী জানায়, পানখালী খালের ওপরের আয়রন স্ট্রাকচারের ওই সিøপার ব্রিজটি উত্তর পানখালী, দক্ষিণ পানখালী, কালারাজা, হরিদেবপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। প্রতিদিন ব্রিজ দিয়ে দেড়-দুই হাজার মানুষ খাল পার হয়। এছাড়া, দক্ষিণ পানখালীতে ব্রিজের একপ্রান্তে রয়েছে একটি সরকারী প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও একটি বাজার। অপরপ্রান্তের উত্তর পানখালীতেও রয়েছে একটি মাদ্রাসা। দুই পারের হাজারের বেশি ছাত্রছাত্রী ব্রিজ পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছারউদ্দিন জানান, বিকট শব্দে আকস্মিক ব্রিজটি ভেঙ্গে পড়ে। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে। তারপরেও তার বিদ্যালয়ের দুই ছাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়েছে।
×