ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শহীদ স্মৃতিস্তম্ভের প্রতি অবজ্ঞা!

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ এপ্রিল ২০১৭

শহীদ স্মৃতিস্তম্ভের প্রতি অবজ্ঞা!

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নড়িয়া থানার লোনসিং গ্রামে ১৯৭১ সালে একই দিনে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত ৮ শহীদের প্রতি সম্মানার্থে ২০১৫ সালে শহীদ মতিউর রহমান সরদারের বাড়িতে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। ২০১৫ সালের ১৬ ডিসেম্বর শহীদ স্মৃতিস্তম্ভে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, অগণিত মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সব শ্রেণী-পেশার জনগণ উপস্থিত ছিলেন। কয়েক মাস আগে এটিএম সামছুল হক স্মৃতিস্তম্ভটি সম্পূর্ণ ঢেকে দিয়ে তার থাকার জন্য আধাপাকা ঘর নির্মাণ করেছেন। নতুন ঘরটি দিয়ে পুরো স্মৃতিস্তম্ভই ঢেকে ফেলা হয়েছে। শহীদের প্রতি এটিএম সামছুল হক অশ্রদ্ধা এবং অবজ্ঞা করেছেন বলে স্থানীয়রা তীব্রভাবে ক্ষুব্ধ এবং মর্মাহত। এটিএম সামছুল হক এমন জঘন্য এবং ঘৃণিত কর্মকা-ের জন্য ৮ শহীদ পরিবারসহ স্থানীয় জনগণ তার দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্মিত ঘরটি অতিদ্রুত ভেঙ্গে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য জেলা প্রশাসকসহ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। Ñবিজ্ঞপ্তি।
×