ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা ॥ পানিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ এপ্রিল ২০১৭

দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা ॥  পানিসম্পদমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৮ এপ্রিল ॥ পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমি জানি কিভাবে দুর্নীতি হয়। সেজন্য সেই দুর্নীতি বন্ধ করার জন্য আমরা গতবার বিল বন্ধ রেখেছি। সবচেয়ে দুর্নীতি যেটায় হয় আমরা টাকা দেই দূর থেকে মাটি আনার জন্য কিন্তু তারা বাঁধের নিচ থেকেই মাটি তুলে যারা বাঁধ করেছে তাদের আমরা বিল দেয়া বন্ধ করেছি। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকার কোন দুর্নীতির প্রশ্রয় দেয় না উল্লেখ করে তিনি বলেন, গত ২৯ মার্চ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে পানির মাত্রা বেড়ে গিয়ে বাঁধ উপচে হাওড়ে পানি ঢুকে ফসল তলিছে। এ ছাড়াও জনগণ ধান নেয়ার রাস্তা তৈরি করতে বাঁধের বিভিন্ন পয়েন্ট নিজেরাই কেটেছে। তবে বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, গতবারও বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ পাওয়ায় আমরা বিল পরিশোধ করিনি। এবারও ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কাজের বিল পরিশোধ করার প্রশ্নই আসে না। শুক্রবার সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওড়ের বাঁধ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তিনি আরও বলেন, হাওড়ের ফসল রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
×