ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:২৭, ২৯ এপ্রিল ২০১৭

লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ লেভেল প্লেইং ফিল্ড ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, নিয়ন্ত্রণমুক্ত নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চলের মানুষের দেখতে যেতে বিএনপি নেতাদের বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী যাবেন বলে আমাদের টিমকে সেখানে যেতে বাধা দেয়া হচ্ছে। বিএনপি চেয়ারপার্সন হাওড়াঞ্চলে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সবখানে গেছেন, যখন দরকার হবে আবারও যাবেন। বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। মির্জা ফখরুল বলেন, যারা বিএনপিকে সভা-সমাবেশ করতে দেয় না, জনগণের সঙ্গে প্রতারণা করে তারাই তাদের দৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার লক্ষ্যে বিএনপির হাওড়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন তুলছে। আমরাও বলতে চাই প্রধানমন্ত্রী কেন আরও আগে হাওড়াঞ্চলে যাননি। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর আগেই বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হাওড়াঞ্চলে গিয়েছি। এখনও আমাদের দলের টিম যাচ্ছে কিন্তু আমাদের টিমকে যেতে দেয়া হচ্ছে না। এদিকে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা সেখানকার গাছ থেকে কাঁচা আম পাড়ার প্রতিযোগিতা শুরু করে। সেখানের নিরাপত্তাকর্মীরা বাধা দিলেও তারা তাতে কর্ণপাত করেননি।
×