ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে ৮ দফা সুপারিশ

প্রকাশিত: ০৭:৫৯, ২৮ এপ্রিল ২০১৭

শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে ৮ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ কর্মস্থলে শ্রমিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ এবং শ্রমিক-মালিকপক্ষের মধ্যে ব্যাপক আইনানুগ দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি, শ্রম পরিদর্শন ব্যবস্থার যথাযথ উন্নয়ন ও কার্যকর মনিটরিং, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালার যথাযথ বাস্তবায়নসহ সরকারের কাছে আট দফা সুপারিশ উপস্থাপন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি এবং ওশি নামে দুটি সংগঠন। বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে জাতীয় ইংরেজী দৈনিকের মিলনায়তনে ‘বাংলাদেশে কর্মক্ষেত্রে নিরাপত্তা : অর্জন, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সামাজিক সংলাপে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এবং ওশি যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ওশির নির্বাহী পরিচালক এ আর চৌধুরী রিপন উপস্থাপনায় বলেন, বাংলাদেশে চলতি বছরের প্রথম ৩ মাসে পেশাগত দুর্ঘটনায় ২৯৪ শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০১ জন। নিহতদের মধ্যে ৬৮ জন প্রাতিষ্ঠানিক এবং ২২৬ জন অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত ছিলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে এবং ওশির সহ-সভাপতি ড. এসএম মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ওশি চেয়ারপার্সন রিজওয়ানা সাকী, নির্বাহী পরিচালক এআর চৌধুরী, আইএলওর আলবার্টো সার্ডা, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবু নাইম মোঃ শহিদুল্লাহ, বুয়েটের অধ্যাপক ড. রওশন মমতাজ ও ড. ইশতিয়াক আহমেদ প্রমুখ।
×