ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বরিশালে স্ত্রীকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন

প্রকাশিত: ০৬:০১, ২৮ এপ্রিল ২০১৭

বরিশালে স্ত্রীকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে সেকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করেছে পাষ- স্বামী। এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় গৃহবধূ তাসলিমা বেগমকে (২৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে ঘটেছে। জানা গেছে, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের কন্যা তাসলিমা বেগমের সঙ্গে দীর্ঘদিন পূর্বে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের মৃত ওহাব আলী মৃধার ছেলে প্রটকলচালক (ভাড়ায় মোটরসাইকেল) বাদল মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় কারণে-অকারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন দুই সন্তানের জননী গৃহবধূ তাসলিমা বেগম ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার গভীর রাতে বাদল মৃধা এবং তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গৃহবধূ তাসলিমা বেগমকে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে সেকা দেয়ার পর ক্ষতস্থানে লবণ এবং মরিচের গুঁড়া ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। একপর্যায়ে তাসলিমা পানির জন্য হাহাকার শুরু করলে নিসর্যাতনকারীরা তাকে বিষ মেশানো জুস পান করানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। নির্যাতিতা গৃহবধূর মা জাহানারা বেগম জানান, বুধবার ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনি ও তার স্বামী তাসলিমাকে উদ্ধারের জন্য শরিফাবাদ গ্রামে এলে বাদল মৃধা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা এলাকাবাসীর সহায়তায় তাসলিমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি (জাহানারা বেগম) বাদী হয়ে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযুক্ত বাদল মৃধার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রী তাসলিমার সঙ্গে প্রতিবেশী নুর আলম মৃধার ছেলে আলামিনের দীর্ঘদিন থেকে পরকীয়া সম্পর্ক চলে আসছে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহের সৃষ্টি হয়। বিষয়টি এলাকার অনেকেই জানেন। তিনি আরও জানান, বুধবার রাতে তার স্ত্রী আলামিনের সঙ্গে পালিয়ে যাওয়ার সময় তাকে (তাসলিমা) আটক করে শিকল দিয়ে বেঁধে রেখে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে সেকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ সঠিক নয় বলেও তিনি (বাদল মৃধা) উল্লেখ করেন।
×