ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রম আদালতে বাফুফের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:২৯, ২৮ এপ্রিল ২০১৭

শ্রম আদালতে বাফুফের বিরুদ্ধে মামলা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন এক কর্মকর্তা। মামলায় বকেয়া পরিশোধ না করার অভিযোগ তুলেছেন বাফুফের সাবেক হেড অব প্রোটোকল অফিসার মনি বেগম। অভিযোগ ভিত্তিহীন দাবি করে আইনী লড়াইয়ের কথা বলছে বাফুফে। সম্প্রতি বাফুফের কাছে বকেয়া বেতন না পেয়ে ফিফায় অভিযোগ করেন জাতীয় দলের সাবেক সহকারী ডাচ্ কোচ রেনে কোস্টার। এবার পারিশ্রমিক না পেয়ে শ্রম আদালতে মামলা করেছেন বাফুফের সাবেক হেড অব প্রোটোকল অফিসার মনি বেগম। প্রায় ১০ বছর ফেডারেশনের চাকরিতে ছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে হঠাৎই তাকে অব্যাহতি দেয়া হয়। মনির অভিযোগ ফেডারেশনের কাছে তার পাওনা ৭ লাখ ২০ হাজার টাকা। পাওনা আদায়ে বাফুফেকে উকিল নোটিসও দিয়েছেন তিনি। তবে বাফুফে বলছে ভিন্ন কথা। চাকরি থেকে বরখাস্ত করার পরদিনই তার সব বকেয়া পরিশোধ করে দিয়েছে বাফুফে, এমনটাই দাবি তাদের। এ নিয়ে মামলা মোকাবেলা করতেও প্রস্তুত তারা। একাধিক সূত্রের খবরÑ দু’পক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্দো স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ান্দো প্রতিযোগিতা’ বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র পুরুষ বিভাগে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, জুনিয়র মহিলা বিভাগে যৌথভাবে ঢাকার উদয়ন স্কুল এ্যান্ড কলেজ ও গাজীপুরের রানী বিলাস বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরির পদকজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে আকর্ষণীয় হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা।
×