ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার আদালত বদলির আবেদন

প্রকাশিত: ০৬:৫৭, ২৭ এপ্রিল ২০১৭

খালেদার আদালত বদলির আবেদন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত বদলির আবেদন করা হয়েছে। বুধবার খালেদা জিয়ার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। অন্যদিকে ইস্টার্ন প্লাজা ডক্টরস চেম্বার ও কমার্শিয়াল কমপ্লেক্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গনি পাটোয়ারী মামুনকে বাইরে রেখে করা সাধারণ সভা তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামুনকে অব্যাহতি দিয়ে অন্যজনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছন। মামুনের দায়িত্ব পালনে বাধা নেই ইস্টার্ন প্লাজা ডক্টরস চেম্বার ও কমার্শিয়াল কমপ্লেক্স মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গনি পাটোয়ারী মামুনকে বাইরে রেখে করা সাধারণ সভা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামুনকে অব্যাহতি দিয়ে অন্যজনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সমবায় মন্ত্রণায়ের সচিব, ঢাকা জেলা সমবায় সমিতির অফিসার, সংগঠনের সভাপতি, নতুন করে সিদ্ধান্ত নিয়ে কো-অফট করা সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী আজ স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ সভাপতিম-লীর সদস্য আবদুস সামাদ আজাদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিন সন্ধ্যায় রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের অন্যতম সভাপতিম-লীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুস সামাদ আজাদের ১২তম মৃত্যুবার্ষিকী পালনে ঢাকাসহ তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ও সিলেটে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে। এ উপলক্ষে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে মরহুম আবদুস সামাদ আজাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া পরিবারের পক্ষ থেকে মরহুমের কলাবাগানস্থ বাসভবনে (৮৩, লেকসার্কাস, কলাবাগান) কোরানখানি ও লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আবদুস সামাদ আজাদের সহকর্মী, শুভানুধ্যায়ী সকলকে অনুরোধ জানানো হয়েছে। এসব কর্মসূচীতে আওয়ামী লীগ অংশ নেবে। এছাড়া আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনেও বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
×