ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডায়েরিতে আত্মহত্যার কারণ লিখে যান ময়মনসিংহের নারী কনস্টেবল

প্রকাশিত: ০৮:৪২, ২৬ এপ্রিল ২০১৭

ডায়েরিতে আত্মহত্যার কারণ লিখে যান ময়মনসিংহের নারী কনস্টেবল

জনকণ্ঠ ডেস্ক ॥ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ব্যারাকে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিলেন পুলিশের কনস্টেবল হালিমা বেগম। খবর বিবিসি বাংলার। চলতি মাসের দুই তারিখের ঘটনা এটি। এরপর তার বাবা হেলাল উদ্দিন আকন্দ সাংবাদিকদের কাছে তার ডায়েরি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি লিখে রেখে গেছেন তার আত্মহত্যার কারণ। আকন্দ বলেছেন, ওর মৃত্যুর পর পাঁচ দিনের মাথায় আমরা যখন ওর মালপত্র আনতে যাই, তখন সেখানে লাগেজের মধ্যে ঐ ডায়েরি ও দুই কপি কাগজ পেয়েছি। অনেক গোপন কথা আপনাকে বলতে হবে, কী করে যে এসব বলি - অনেকটা অসহায়ভাবে বললেন এই পিতা। তারপর তিনি জানালেন, হালিমা বেগম ডায়েরিতে লিখেছেন তাকে তার এক সহকর্মী, একই থানার একজন সাব-ইন্সপেক্টর ধর্ষণ করেছেন। আকন্দ বলছেন, ‘কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, সেটিও সে লিখেছে। তাকে বলা হয়েছিল ইয়াবা বিক্রি করে এরকম এক মেয়ে আসামি ধরার জন্য মহিলা পুলিশ লাগবে। তাই বলে আমার মেয়েকে নিয়ে যায় মিজান। তারপর এই ঘটনা। পুলিশের কর্মকর্তারা ঐ সাব-ইন্সপেক্টরকে মোহাম্মদ মিজানুল ইসলাম নামে চিহ্নিত করেছেন। হালিমা বেগম তার ডায়েরিতে আরও লিখেছেন তিনি যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগ নিয়ে যান, সেটি তিনি গ্রহণ করেননি।
×