ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি অস্ট্রেলিয়ার হাইকমিশন

প্রকাশিত: ০৮:২৭, ২৬ এপ্রিল ২০১৭

বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি অস্ট্রেলিয়ার হাইকমিশন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এ অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় এমন হুমকি দেয়া হয়। গুলশান মডেল থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ওই ই- মেইল বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়েছে ওই বার্তায়। হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তায় আগ থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হুমকির পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কূটনৈতি জোনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের চ্যান্সারী বিভাগের উপকমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, মেইল বার্তাটি কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ই-মেইল বার্তাটি ভূয়া বলে ধারণা করা হচ্ছে। কারণ একটি দূতাবাসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়। কোন গোষ্ঠী বা ব্যক্তি পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই এমন ই-মেইল বার্তা পাঠিয়ে হুমকি দিতে পারে।
×