ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামিল উর রহমান

দেয়াল হোক মনের ক্যানভাস

প্রকাশিত: ০৫:৫৪, ২৪ এপ্রিল ২০১৭

দেয়াল হোক মনের ক্যানভাস

ঘর সাজাতে দেয়ালের সাজ গুরুত্বপূর্ণ। ঘরের দেয়ালের সৌন্দর্য বাড়াতে অতিপ্রাচীনকাল থেকেই নামী-দামী পেইন্ট ব্যবহার হয়ে আসছে। সামর্থ অনুযায়ী রুচিশীল যে কোন পেইন্ট আপনি ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে। তবে কেমন পেইন্টিং দিয়ে ঘর সাজাবেন সেটি নির্ভর করছে ঘরের আকার ও অন্যান্য আসবাবের ওপরে। দেয়াল সাজানোর উপকরণ হিসেবে শিল্পকর্ম বেশ উপযোগী। এছাড়া রয়েছে নানা রঙের ও ডিজাইনের ওয়াল স্টিকার। মুহূর্তেই বদলে যাবে ঘরের আবহ। ঘরের খালি দেয়াল হোক মনের ক্যানভাসের মতো করে সাজাতে রইল কিছু টিপস। পেইন্টিংয়ে ঘর সাজাতে চাইলে মনে রাখতে হবে কয়েকটি বিষয়- কেমন শিল্পকর্ম পছন্দ আপনার নিজের পছন্দ অনেক ক্ষেত্রে সুপ্ত থাকে মনে। তাই কোন্ ধরনের শিল্পকর্ম আপনার পছন্দ তা বুঝতে হলে মাঝে মধ্যেই আর্ট গ্যালারিতে ঘুরে আসতে পারেন। ইন্টারনেটের সাহায্য নিয়েও পছন্দের শিল্পকর্ম বাছতে পারেন। ভাল বাসুন শিল্পকর্ম হুট করে একটা দামী আর্ট পিস কিনে ফেলবেন না। এর প্রতি আপনার ভাললাগা ও ভালবাসাও থাকা চাই ষোলোআনা। মনে রাখবেন, কেবল আপনার জন্যই শিল্পকর্মটি কিনছেন। যেহেতু নিজের ঘরের জন্য কিনছেন, তাই খুব বেছে কেনাই ভাল। এক্ষেত্রে বাজেটের বেশি টাকা যেন খরচ না হয়, সেদিকেও খেয়াল রাখুন। রুমের সঙ্গে মানানসই তো? ঘরের ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে পেইন্টিংটি মানানসই কিনা, সেদিকে লক্ষ্য রাখা জরুরী। বড় আকারের শিল্পকর্ম আপনার পছন্দকে জাহির করবে বেশ বড় করেই। তবে ছোট ঘরের জন্য অতিরিক্ত বড় পেইন্টিং কিনবেন না। আবার একদম ছোট পেইন্টিং অনেক সময় নজর এড়িয়ে যায়। তাই বাজেটে ঘাটতি থাকলে মাঝারি আকারের আর্টপিস নেয়াই ভাল। বুঝে শুনে রং বাছাই যে পেইন্টিংটি কিনেছেন, সেটির রং দেয়ালের রঙের সঙ্গে মানানসই কিনা তা পরখ করে নিতে ভুলবেন না। হওয়া চাই মনের মতো আর্ট গ্যালারি ঘুরেও পছন্দের কোন পেইন্টিং না পেলে সরাসরি আর্টিস্টের শরণাপন্ন হতে পারেন। তাকে আপনার পছন্দের কথা জানান, যাতে তিনি আপনার মনের মতো শিল্পকর্মটি তৈরি করে দিতে পারেন। ইনডোর প্লান্ট নিজেকে তরতাজা রেখে ঘরের দেয়ালে অবাধ বিচরণের ক্ষমতাধর বেশকিছু ইনডোর প্লান্ট বা ঘরে লাগানো গাছ পাওয়া যায়। ঘরের যে দেয়ালটি ফাঁকা মনে হয়, সেখানে বাহারি পাতার এই গাছগুলো সাজিয়ে দেয়া যেতে পারে। বিশেষ কিছু টব আছে যা শুধুমাত্র দেয়ালে ঝুলানোর জন্যই তৈরি। দর্শনীয় টবে গাছগুলো লাগিয়ে দেয়া যায় অনায়াসে। ড্রাই ফ্লাওয়ার বাজারে নানা আকৃতির, নানা রঙের বাহারি ড্রাই বা শুকনা ফুল পাওয়া যায়। দেয়ালে টাঙানোর জন্য লতানো ফুল, কুড়ি, পাতাসহ ফুল পাওয়া যায়। এগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন আপনার ফাঁকা দেয়ালটি। ওয়ালপেপার আজকাল ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ওয়াল পেপারের তুলনা হয় না। একটু নতুনত্ব আনতে আপনি শুধুমাত্র ঘরের ফাকা দেয়ালটিতে অয়ালপেপার ব্যবহার করতে পারেন। এতে ঘরের নতুনত্ব আসবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরের দেয়ালের রঙের দিকে নজর দিতে হবে।
×