ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারদর কমাতে বুরুশিয়া ডর্টমুন্ডের বাসে হামলা

প্রকাশিত: ০৬:০৩, ২৩ এপ্রিল ২০১৭

শেয়ারদর কমাতে বুরুশিয়া ডর্টমুন্ডের বাসে হামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জার্মানির ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের বাসে হামলাকে আপাতত আইএসের হামলা বলে মনে করছেন না দেশটির সরকারী আইনজীবী। তিনি সন্দেহ করছেন, বুরুশিয়া ডর্টমুন্ডের শেয়ারের দাম কমাতে এবং এর মাধ্যমে মোটা অঙ্কের মুনাফা লুটতে এ হামলা চালানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, ডর্টমুন্ডের বাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যিনি হামলার আগে ‘পুট অপশনে’ বুরুশিয়া ডর্টমুন্ডের শেয়ার কিনেছিলেন। প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতার হওয়া ২৮ বছরের সার্গেই ভি জার্মানি ও রাশিয়ার দ্বৈত নাগরিক। সার্গেই ভি ভেবেছিলেন, যদি বুরুশিয়া ডর্টমুন্ডের শেয়ারের দাম দ্রুতগতিতে পড়ে যায় তবে তিনি প্রাথমিক বিনিয়োগের কয়েকগুণ বেশি লাভ তুলে নিতে পারবেন। প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নিজেদের মাঠে মোনাকোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে হোটেল থেকে ডর্টমুন্ডের ফুটবল দল রওনা হওয়ার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দলের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা আহত হন। বার্ত্রা ছাড়াও বাসটির পাহারায় নিয়োজিত মোটরবাইক আরোহী এক পুলিশ কর্মকর্তা আহত হন। ইস্টার্ন কেবলসের ইপিএস ১৫ পয়সা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৯ মাসে (জুলাই ’১৬-মার্চ ’১৭) কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৫ পয়সা, আগের বছরের একই যা ছিল ৩০ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
×