ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কীর্তনখোলায় কার্গোর ধাক্কায় ফেটে গেছে লঞ্চের তলা বেঁচে গেল ৬শ’ যাত্রী

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ এপ্রিল ২০১৭

কীর্তনখোলায় কার্গোর ধাক্কায় ফেটে গেছে লঞ্চের তলা বেঁচে গেল ৬শ’ যাত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাটসংলগ্ন এলাকায় কয়লাবাহী একটি কার্গোর ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের কাছে নেয়ায় ৬ শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছে। এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের যাত্রী রিয়াজুল ইসলাম রিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বেলা ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বেলতলা এলাকায় ঝালকাঠিগামী কয়লাবাহী একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। লঞ্চটির তলা ফেটে ভেতরে পানি প্রবেশ করায় দ্রুতই সেটি ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অপরদিকে মুহূর্তেই কার্গোটি পানিতে নিমজ্জিত হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কয়লাবাহী কার্গোটিতে ৬ জন শ্রমিক এবং দিবারাত্রি গ্রীন লাইন-২ (এম-১৩৬২৯) এ ৬শ’ যাত্রী ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। অপরদিকে কার্গো ও গ্রীন লাইনকে উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ এমভি নির্ভীক ঘটনাস্থলে রওয়ানা হয়েছে।
×