ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হায়দরাবাদের জয়, জায়গা হয়নি মুস্তাফিজের

প্রকাশিত: ০৮:৪৬, ২০ এপ্রিল ২০১৭

হায়দরাবাদের জয়, জায়গা হয়নি মুস্তাফিজের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবারের একমাত্র ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৫ রানের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। কেন উইলিয়ামসন (৫১ বলে ৮৯) ও শিখর ধাওয়ানের (৫০ বলে ৭০) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯১ রানের ফাইটিং স্কোর গড়ে ডেভিড ওয়ার্নারের হায়দরাবাদ। ক্রিস মরিস নেন ৪ উইকেট। জবাবে ৫ উইকেটে ১৭৬ রানে থেমে যায় জহির খানের দিল্লী। মাত্র ৩১ বলে অপরাজিত ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেও হার নিয়ে মাঠ ছাড়েন শ্রেয়াশ ইয়ার। সাঞ্জু স্যামসন ৪২, করুণ নায়ার ৩৩ ও এ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৩১ রান দিল্লীকে প্রায় জয়ের কাছে নিয়ে যায়। হায়দরাবাদের হয়ে ২ উইকেট নেন মোহাম্মেদ সিরাজ ও ১ উইকেট যুবরাজ সিংয়ের। এদিনও সানরাইজার্স একাদশে জায়গা হয়নি বাংলাদেশী তারকা পেসার মুস্তাফিজুর রহমানের! শ্রীলঙ্কা সফর শেষে এবার ভারতের উড়ে যাওয়ার পর কেবল নিজের প্রথম ম্যাচটিতেই মাঠে নামার সুযোগ পান মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেদিন ২.৩ ওভার বল করে ৩৪ রান দিয়ে উইকেটের দেখা পাননি। সেই থেকে একাদশের বাইরে এ টাইগার-কাটার মাস্টার। অমন খরুচে বোলিংয়ের জন্যই হয়ত গতবার শিরোপা এনে দেয়া ‘দ্য ফিজকে’ মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়। এছাড়া আফগান প্রতিভাবান তরুণ স্পিনার রশিদ খান এবং অলরাউন্ডার মোহাম্মদ নবীদের জায়গা দিতে গিয়েও একাদশ নির্বাচনে মধুর সমস্যায় হায়দরাবাদ। মুস্তাফিজ এক ম্যাচে সুযোগ পেলেও আসরের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্স শিবিরে কোন ম্যাচেই নেয়া হয়নি সাকিব-আল হাসানকে! বলতে গেলে নাইট শিবিরে একপ্রকার উপেক্ষিতই রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। একদিন আগেই সাকিব বলেন, ‘আমি কেকেআরের হয়ে খেললে আমি নিশ্চিত যে দেশের ক্রিকেটপ্রেমীরা টিভির সামনে আঠার মত লেগে থাকে, আর আমি সেটা জানি।’ সতীর্থকে নিয়ে একই ধারণা তার, ‘মুস্তাফিজ এখন হায়দরাবাদের হয়ে খেলছে। বাংলাদেশে আগে খুব বেশি মানুষকে এ দলটি নিয়ে কথা বলতে দেখিনি। কিন্তু এখন মুস্তাফিজ খেলছে বলেই আগ্রহ আছে। আমরা যেখানে যাই, যেই দলেই খেলি না কেন সমর্থকরা সেই দলের খেলা দেখতে মুখিয়ে থাকে।’
×