ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বীরশ্রেষ্ঠ আবদুর রউফের শাহাদাত বার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ এপ্রিল ২০১৭

বীরশ্রেষ্ঠ আবদুর রউফের শাহাদাত বার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ এপ্রিল ॥ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের ৪৬তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার। তিনি এই দিনে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। ১৯৭১ সালের ২০ এপ্রিল রাঙ্গামাটির বুড়িঘাট এলাকায় চেঙ্গী খালের মুখ পাহারারত ছিলেন একদল মুক্তিযোদ্ধা। এই যোদ্ধাদের আক্রমণ করার জন্য রাঙ্গামাটি শহর থেকে একদল পাক হানাদর বাহিনী ভারি অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ২টি লঞ্চ ও ৭টি স্প্রিডবোট নিয়ে চেঙ্গী নদী পাহারারত মুক্তিযোদ্ধাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময়ে ল্যান্সনায়েক মুন্সি আবদুর রউফ একটি এসএমজি নিয়ে বীরের মতো প্রাণপণ যুদ্ধ শুরু করেন। এই সময় হঠাৎ একটি মর্টারের গোলা এসে তার বাঙ্কারে পড়ে এই মহান বীরের জীবন প্রদীপ নিভিয়ে দেয়। স্বাধীনতার দীর্ঘ ২৫ বছর পর দয়ার চাকমার সহায়তায় তার সমাধির সন্ধান পায়। চুয়াডাঙ্গায় মাছ চাষীকে গুলি করে হত্যা নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৯ এপ্রিল ॥ আলমডাঙ্গার কাইতপাড়ায় জিয়াউর রহমান জিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে গ্রামের রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, আলমডাঙ্গা উপজেলার কাইতপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৩৮) পেশায় মাছ চাষী। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কাইতপাড়া বিল পাহারা করছিল। বুধবার ভোরে পাহারা শেষে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। সকালে আলমডাঙ্গা থানা-পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। কেরানীগঞ্জ নিজস্ব সংবাদদাতা কেরানীগঞ্জ থেকে জানান, জুয়েল রানা (৩৭) নামে যুবককে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৮টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ নাজিরেরবাগ এলাকা থেকে জুয়েলের মৃতদেহ উদ্ধার করে। জানা গেছে, বুধবার ভোর ৭টার দিকে নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল প্রকল্পের কাছে জুয়েল রানার মৃতদেহ পড়ে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে জুয়েলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত জুয়েলের পিতার নাম হায়দার আলী। সে বরিশাল জেলার হিজলা থানার তুলশীকাটা গ্রামের বাসিন্দা। নিহতের খালাত ভাই মেহেদী হাসান বলেন, জুয়েল বিয়ের পর থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ইলেকট্রিক ব্যবসা করত। শুনেছি আমার ভাইয়ের সঙ্গে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল। তবে জুয়েলকে কারা হত্যা করেছে সে বিষয়ে আমি কিছু জানি না। বগুড়ায় লাশ স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, সদরের শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাটের পূর্ব ধারে খোলা মাঠে বুধবার সকালে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। তাকে জবাই করে হত্যা করা হয়। বয়স আনুমানিক ৫২ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। লোকজন পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
×