ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ বেড়ে গেছে ব্যাংকের ঋণপ্রবাহ

প্রকাশিত: ০৫:৪৭, ২০ এপ্রিল ২০১৭

হঠাৎ বেড়ে গেছে ব্যাংকের ঋণপ্রবাহ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে হঠাৎই বেড়ে গেছে ঋণ প্রবাহ। এক্ষেত্রে কোন নিয়মনীতি মানছে না অনেক ব্যাংক। এমন ১০টি ব্যাংকের ঋণ আমানত অনুপাত ছাড়িয়ে গেছে ৮৫ শতাংশের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। সিনিয়র ব্যাংকাররা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে বিপর্যয় ঘটতে পারে ব্যাংকিং খাতে। আর বাংলাদেশ ব্যাংক বলছে, এটি আগ্রাসী ব্যাংকিং। ইতোমধ্যেই কয়েকটি ব্যাংককে চিঠি দিয়ে সতর্কও করা হয়েছে। পুঁজিবাজারে ধস, জ্বালাও পোড়াওয়ের ঘটনায় গত কয়েক বছরে কমে গিয়েছিল ঋণের চাহিদা। দীর্ঘদিন উদ্বৃত্ত তারল্য নিয়েই বসে ছিল ব্যাংকগুলো। এর পর কমে আসে ঋণের সুদ হার। তবে আকস্মিকই বাড়তে শুরু করেছে ঋণ দেয়ার হার। সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, ১০টি ব্যাংক তাদের আমানতের ৮৫ শতাংশেরও বেশি ঋণ হিসেবে বিতরণ করেছে। বেসরকারী খাতে তেমন চাহিদা না থাকার পরও এতটা ঋণ বিতরণ ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ব্যাংককে। পরিসংখ্যান থেকে দেখা যায়, ফেব্রুয়ারিতে সাধারণ ব্যাংকগুলোর মধ্যে বেসরকারী এবি ব্যাংক, আইএফআইসি, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার, ট্রাস্ট ব্যাংক, বিদেশী ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং সরকারী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৮৫ শতাংশের বেশি ঋণ বিতরণ করেছে। আর ইসলামী ব্যাংকগুলোর মধ্যে স্যোসাল ইসলামী, এবি, দি সিটি ও প্রিমিয়ার ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইং বিধিবহির্ভূতভাবে ৯০ শতাংশের বেশি বিনিয়োগ করেছে। সরকারী নৌযান মেরামত কারখানা তৈরি হচ্ছে খুলনায় অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রথম সরকারী কেন্দ্রীয় নৌযান মেরামত কারখানা তৈরি হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা খুলনাতে। বুধবার সরকারী যানবাহন অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনা হলে তিনি কম সময়ের মধ্যে সরকারী যানবাহন অধিদফতরের অধীনে নৌযান মেরামত কারখানা স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। খুলনা জেলা প্রশাসনের সহায়তায় সরকারী যানবাহন অধিদফতর গত মঙ্গলবার থেকে বহুল প্রত্যাশিত এ মেরামত কারখানা তৈরির কাজ শুরু করেছে।
×