ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৪, ১৯ এপ্রিল ২০১৭

টুকরো খবর

অপহৃত ছাত্রী গোপালগঞ্জে উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ এপ্রিল ॥ গাইবান্ধা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) অপহরণের ১ মাস ২০ দিন পর মঙ্গলবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী সোয়াইব ওরফে সেফ (২৫) ও আশ্রয়দাতা মাসুদ মোল্লাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই আটক করেছে। সোয়াইব গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের ছকু মিয়ার ছেলে। গত ২৭ ফেব্রুয়ারি ওই ছাত্রীটি কোচিং সেন্টার থেকে ফেরার সময় সোয়াইব তার সহযোগীদের নিয়ে গাইবান্ধা শহরের কলেজপাড়া থেকে সুকৌশলে তাকে অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় মেয়েটির বাবা গত ১ মার্চ সোয়াইব ও তার সহযোগীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। কিন্তু পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধার করতে না পারায় মেয়েটির বাবা গাইবান্ধায় পিবিআইয়ের শরণাপন্ন হয়। পিবিআই প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর অবস্থান জানার পর মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরের কমলাপুরে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারী সোয়াইব ও তার আশ্রয়দাতা মাসুদ মোল্লাকে গ্রেফতার করে। বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৮ এপ্রিল ॥ সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের কাঁশদহ মাঝিপাড়া গ্রামে সুমন দাস (১৪) নামে এক স্কুলছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। সোমবার রাতে নিজ ঘরে সুইচ টিপে আলো জ্বালানোর সময় সুমন বিদ্যুততায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের নারায়ণ চন্দ্র দাসের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। ছিনতাইকারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৮ এপ্রিল ॥ ছিনতাইকারীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা হলেনÑ কেরানীগঞ্জ মডেল থানা এসআই মেহেদী হাসান, এএসআই মিহির বিশ্বাস ও এনায়েত কবির। সোমবার গভীর রাতে তারানগর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় টহল দেয়ার সময় হামলার শিকার হন পুলিশ কর্মকর্তারা। এ সময় পুলিশের গুলিতে সুজন (২১) নামে এক ছিনতাইকারী আহত হয়েছেন। সুজনের গলার এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে গুলি বেরিয়ে গেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাতের বেলা চ-ীপুর সড়কটি ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়। গত কয়েক মাসে সড়কটিতে বেশকিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এমনকি স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী মারাও গেছে। তারপরও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ হয়নি। এমন পরিস্থিতিতে ছিনতাইকারীদের ধরতে সোমবার রাতে একটি প্রাইভেটকার নিয়ে সাদা পোশাকে সড়কে টহল দিচ্ছিলেন এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল। রাত দেড়টার দিকে সাধারণ মানুষের গাড়ি মনে করে সড়কে বেরিকেড দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় ৮-৯ জন ছিনতাইকারী। গাড়ির পেছনের কাচ ভেঙ্গে পুলিশের ওপর বড় বড় ইটের খোয়া ছুড়ে মারে এবং লাঠি দিয়ে তাদের আঘাত করে। ইটের আঘাতে এসআই মেহেদী হাসানের মাথা ফেটে যায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে সুজন নামে এক ছিনতাইকারী গলায় গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। বাকিরা পালিয়ে যায়। নির্ধারিত স্থানে রেলস্টেশন দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৮ এপ্রিল ॥ কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথে গোপীনাথপুর রেলস্টেশনটি নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ৬ ইউনিয়নের জনগণ। মঙ্গলবার বেলা ১১টায় তারা গোপীনাথপুর কাজীপাড়ায় নির্মাণাধীন রেলপথের ওপর প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এরপর সেখানে সমাজসেবক সোলায়মান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী নওশের আলী, বর্তমান চেয়ারম্যান জুয়েল মোল্লা, গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী সেলিম, সাবেক চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, কৃষকলীগ নেতা কাজী জাকির হোসেন ও লতিফুল হক শরীফ, সমাজসেবক বিপ্লব মোল্লা, ছাত্রলীগ নেতা শরীফ চঞ্চল প্রমুখ। রংপুরে দুদকের গণশুনানি নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৮ এপ্রিল ॥ ‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ, দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন, সবাই মিলে গড়ব দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ Ñএ সেøাগানে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সরকারী সেবাসমূহে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত ও সেবা গ্রহণকারীদের দুর্ভোগ লাঘবে রংপুরে দুর্নীতিবিরোধী গণশুনানি, র‌্যালি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রংপুরের কাউনিয়ায় দুদক আয়োজিত এ গণশুনানি, র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে সততা সংঘের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। সকালে মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৩০ বিদ্যালয়ের এক হাজার সততা সংঘের সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। পরে ২ কি.মি. র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে সেবা গ্রহণকারী নাগরিকরা দুর্নীতি বিষয়ে অভিযোগ উত্থাপন করেন। গ্রামবাসীর ধাওয়ায় বালু সন্ত্রাসীদের পলায়ন স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পালিয়ে গেছে বালু সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মেঘনা নদীর চরাঞ্চল নুনেরটেকের নতুন জেগে ওঠা চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে আসে। এ সময় নুনেরটেকগ্রামবাসী একত্রিত হয়ে লাঠিসোঁটা নিয়ে বালু সন্ত্রাসীদের ধাওয়া করলে বালু সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে ড্রেজার নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, বর্তমানে সোনারগাঁয়ের মেঘনা নদীতে বালু উত্তোলনের জন্য সরকারীভাবে কোন ইজারা দেয়া না হলেও স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়নের নবী হোসেন ও তার সহযোগী আমির হোসেন, সিরাজ, মাজারুল জোর করে দুটি ড্রেজার দিয়ে নুনেরটেকের পাশে জেগে ওঠা চর থেকে বালু উত্তোলন করছে। মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত ২০ জন হাসপাতালে পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গুঁইমারা উপজেলার দুর্গম তৈমাথাং ও আশপাশের গ্রামে মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে বিশ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে আক্রান্তদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোগীদের বরাত দিয়ে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, সোমবার বিকেল থেকে ঐ গ্রামের লোকদের মাঝে মনস্তাত্ত্বিক রোগ ছড়িয়ে পড়ে। আক্রান্তদের মধ্যে চিকিৎসার প্রয়োজন আছে এমন রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এটি একটি গণমনস্তাত্ত্বিক রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতারণা মামলায় দম্পতি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৮ এপ্রিল ॥ কাঁঠালিয়া থানা-পুলিশ ঢাকার মতিঝিল থানায় দায়েরকৃত প্রতারণা মামলার আসামি স্বামী-স্ত্রী সাইফ বিল্লাহ লালন ও লায়লা সাইফকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। মঙ্গলবার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। সাইফ বিল্লাহ লালন কাঁঠালিয়ার লেবু বুনিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র। সাইফ বিল্লাহ লালন জানায় সে আইআইডিএফ নামের একটি বিদেশী সংস্থা থেকে তার গার্মেন্টস ফ্যাক্টরির জন্য ৩০ লাখ টাকা ঋণ নেয় এবং ১০ লাখ টাকা পরিশোধ করেছে। বকেয়া টাকার জন্য এ প্রতিষ্ঠানটি তার বিরুদ্ধে মামলা করেছে। ১৫ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৮ এপ্রিল ॥ শ্রীপুরের মাশালিয়া গ্রামে সোমবার রাতে আগুনে পুড়ে ১৫টি ঘর ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। জানা গেছে, সোমবার রাতে জেলার শ্রীপুরের মাশালিয়া গ্রামে উজ্জ্বল ম-লের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা ছড়িয়ে পড়ে আফজাল শেখ, ছদর ম-ল, আনছার ম-ল, আমজাদ ম-লসহ ৬টি পরিবারের ১৫টি ঘর পুড়ে যায় । মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঐতিহাসিক মুজিবনগর দিবসের ঘটনাবহুল স্মৃতিচারণ করে ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম বলেন, মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী গঠিত হয়। সেদিন মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে রাজনৈতিক বৈধতা নিয়ে রাষ্ট্রের ও সরকারের পরিচিতিতে মহান মুক্তি সংগ্রামে বিশ্বজনমত আরও বেড়ে ওঠে। তিনি বলেন, ’৭১-এর এপ্রিলের ১৭ তারিখে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের প্রধানতম লক্ষ্য ছিল সাংবিধানিকভাবে রাজনৈতিক বৈধতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ তথা জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে শত্রুমুক্ত করে সুমহান বিজয় ছিনিয়ে আনা। তাই মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবসের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম। মঙ্গলবার দুপুরে গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান।
×