ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সামুদ্রিক মাছের প্রধান ভরসা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র

প্রকাশিত: ০৪:২২, ১৯ এপ্রিল ২০১৭

সামুদ্রিক মাছের প্রধান ভরসা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাছে-ভাতে বাঙালী। মাছ ছাড়া বাঙালীর খাদ্য তালিকা ভাবাই যায় না। দেশে সামুদ্রিক মাছের চাহিদার একটি বড় অংশ আসে দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে। প্রতিদিন হাজার হাজার মণ সামুদ্রিক নানা প্রজাতির মাছ ওঠে সেখানে। মাছ বেচাকেনা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করছে লক্ষাধিক মানুষ। মৎস্যজীবীরা বলছেন, সুযোগ সুবিধা বাড়ালে আরও ভাল অবদান রাখবে এ অবতরণ কেন্দ্র। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সমুদ্র থেকে খুব কাছে হওয়ায় জেলেরা সমুদ্রে মাছ শিকার শেষে সহজেই এখানে এসে মাছ বিক্রি করেন। অবতরণ কেন্দ্রের জেটিতে ট্রলার ভিড়লেই শ্রমিকরা তড়িঘড়ি করে ট্রলার থেকে মাছ তুলে অবতরণ কেন্দ্রে ওঠান। পরে আড়তদারদের মাধ্যমে নিলামে মাছ কেনেন পাইকাররা। বরফ দিয়ে প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন স্থানে মাছ পাঠান তারাই। জেটি ও অকশন শেড সম্প্রসারণ ও মাছ পরিবহনের রাস্তার উন্নয়ন করা গেলে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র মৎস্য শিল্পে আরও ভাল অবদান রাখতে পারবে বলে মনে করেন মৎস্যজীবীরা। আবুল হাসেম সোনালী ব্যাংকের নতুন জিএম মোঃ আবুল হাসেম জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি প্রধান কার্যালয়ের কারেন্সি ম্যানেজমেন্ট ডিভিশনের (ট্রেজারি ব্যাক অফিস) ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি চালু হতে যাচ্ছে হোটেল ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’ অর্থনৈতিক রিপোর্টার ॥ থাইল্যান্ডের অগ্রণী হোটেল এবং প্রপার্টি ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ডুসিট ইন্টারন্যাশনালের সঙ্গে লেকশোর হোটেলস লিমিটেডের অঙ্গসংগঠনের একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার আওতায় ডুসিট ইন্টারন্যাশনালের বৈশ্বিক পদচারণায় বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে হোটেল ‘ডুসিট প্রিন্সেস ঢাকা’। এ সময় উপস্থিত ছিলেন লেকশোর হোটেলস লিমিটেডের গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর আতিক রাহমান, লেকশোর হোটেলস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী তারেক শামস, ডুসিট ইন্টারন্যাশনালের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আনতে বারিক এবং প্রধান অতিথি ডুসিট ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার লিম বুন কুই।
×