ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে বড় দরপতন

প্রকাশিত: ০৪:১৯, ১৯ এপ্রিল ২০১৭

ভারতের পুঁজিবাজারে বড় দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন কার্যদিবস ভারতের পুঁজিবাজারে দরপতন ঘটেছে। টানা তিন দিনে সেনসেক্স ৩৭৪.৬৯ পয়েন্ট পড়েছে। তবে এই পতনকে বাজার বিশেষজ্ঞরা বলছেন, দর সংশোধন। সূচক কিছুটা ওঠার পরে যা স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে। সোমবার অবশ্য সেনসেক্স মাত্র ৪৭.৭৯ পয়েন্ট পড়ে থামে ২৯ হাজার ৪১৩.৬৬ পয়েন্টে। নিফ্?টি ১১.৫০ পয়েন্ট পড়ে থিতু হয়েছে ৯ হাজার ১৩৯.৩০ অঙ্কে। টাকাও ১১ পয়সা পড়ায় এক ডলার ছুঁয়েছে ৬৪.৫২ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, দেশ-বিদেশের কোনও ঘটনা এখন সূচকের ওঠা-নামায় তেমন প্রভাব ফেলতে পারছে না। যেমন, পাইকারি মূল্যবৃদ্ধির হার ফেব্রুয়ারির ৬.৫৫% থেকে কমে মার্চে দাঁ[িড়য়েছে ৫.৭%। যা লগ্নিকারীদের পক্ষে স্বস্তির। কিন্তু বাজারকে তা তেমন নাড়া দিতে পারেনি। আবার আমেরিকার সঙ্গে সিরিয়া এবং উত্তর কোরিয়ার সম্পর্কের অবনতির জেরে উত্তেজনা দানা বাঁধলেও, ভারতের বাজার তা নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। বরং স্টুয়ার্ট সিকিউরিটিজের চেয়ারম্যান কমল পারেখের মতে, বাজার এখন সংস্থাগুলির ২০১৬-’১৭-র আর্থিক ফলের অপেক্ষায় আছে। আরএন স্পিনিংয়ের বোনাস বিওতে জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বোনাস লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, জানুয়ারি-১৬ থেকে জুন-১৫ সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ঘোষিত ১৮ মাসের স্টক শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার হোল্ডারদের নিজ নিজ বিও এ্যাকাউন্টে মঙ্গলবার জমা হয়েছে। উল্লেখ্য, কোম্পানি ১ জানুয়ারি-১৫ থেকে ৩০ জুন-১৬ সমাপ্ত অর্থবছরে ১৮ মাসের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়াও সাড়ে চার বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫২ পয়সা। এর মধ্যে ২০১২ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ৬২ পয়সা। ২০১৩ সালে কোম্পানির ইপিএস হয়েছিল ৫ টাকা ২৪ পয়সা।
×