ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে ২২ লাখ টাকার মাদক জব্দ

প্রকাশিত: ০৬:০১, ১৮ এপ্রিল ২০১৭

রাজশাহী সীমান্তে ২২ লাখ টাকার মাদক জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী ও পবা সীমান্তে রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে হেরোইন, মদ, ফেনসিডিল ও ভারতীয় সুরমা জব্দ করেছে রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য প্রায় ২২ লাখ টাকা। রাজশাহী বিজিবি সূত্র জানায়, রবিবার রাতে রাজশাহী-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাহেবনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল গোদাগাড়ী থানাধীন কানাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় জেডি মদ এবং প্রায় তিন কেজি ভারতীয় সুরমা জব্দ করে। এসব মালামালের সিজার মূল্য ৯৯ হাজার টাকা। এদিকে সোমবার ভোরে পবার চর মাজারদিয়া বিওপির টহলদল অভিযান চালিয়ে প্রায় ৩৬ হাজার টাকার ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। এছাড়া একই রাতে গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির অপর একটি দল গোদাগাড়ী থানাধীন অবদাঘাট পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। এসব হেরোইনের সিজার মূল্য ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। মিষ্টি আলুর চারা বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ কমলা শাঁসযুক্ত মিষ্টি আলুর জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মিষ্টি আলুর চারা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার নাগদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাসটেইন প্রজেক্ট ও আন্তর্জাতিক আলু কেন্দ্রের অর্থায়নে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহায়তায় এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজল কুমার সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সাজেদা বেগম ও কৃষিবিদ মহিদুল হাসান মানিক প্রমুখ। ছেলের বিরুদ্ধে মায়ের মামলা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৭ এপ্রিল ॥ নিজের ও বৃদ্ধ স্বামীর ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বৃদ্ধা জহুরা বেগম। সোমবার ফরিদপুরের চার নম্বর আমলি আদালতে এ মামলাটি দায়ের করা হয়। ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমন হোসেন এ মামলাটি আমলে নিয়ে একমাত্র আসামি ওই বৃদ্ধ দম্পতির ছেলে সেলিম সরদার ওরফে মধুর প্রতি সমন জারি করেছেন। জানা যায়, ২০১৩ সালের পিতা-মাতার ভরণ-পোষণ আইনে এ মামলাটি দায়ের করা হয়। ফরিদপুরে এ আইনে দায়ের করা এটিই প্রথম মামলা। এ মামলার বাদী জহুরা বেগমের বয়স ৬০। তাঁর স্বামী পাচু সরদারের বয়স ৭৫। তাঁরা মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ব্যাসদী গাজনা গ্রামের বাসিন্দা। তাদের দুই ছেলে।
×