ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা ইন্টারন্যাশনাল ভার্সিটিতে বর্ষবরণ

প্রকাশিত: ০৬:০১, ১৮ এপ্রিল ২০১৭

ঢাকা ইন্টারন্যাশনাল ভার্সিটিতে বর্ষবরণ

গত শুক্রবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬, গ্রীন রোড ক্যাম্পাসের ড. এম. আই. পাটোয়ারি অডিটরিয়ামে বর্ষবরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শওকত আরা হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. শাহ আলম চৌধুরী ও ব্যারিস্টার মশিউর রহমান সবুজ প্রমুখ। এ বর্ষবরণ অনুষ্ঠানে পরিবেশন হয় গান, নৃত্য, কবিতা পাঠ। -বিজ্ঞপ্তি সাগরে ৩ জেলে নিখোঁজ ঘূর্ণিঝড়ের প্রভাব স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ দ্বীপ সোনারচরসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে স্থানীয় জেলেরা নিখোঁজ ট্রলারের জাল উদ্ধার করেছে। ঘূর্ণিঝড় নারুথার প্রভাবে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে জেলেসহ ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয় জেলেদের ধারণা। পুলিশ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তা চেয়েছে। গত ১৫ এপ্রিল সকালে ‘এফবি কালাম’ নামের মাছ ধরা ট্রলারটি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বউবাজার ঘাট থেকে গভীর সাগরের উদ্দেশে ছেড়ে যায়।
×