ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমান ছিনতাইয়ের হুমকি- ভারতের তিন বিমানবন্দরে উচ্চ সতর্কতা

প্রকাশিত: ০৮:৪২, ১৭ এপ্রিল ২০১৭

বিমান ছিনতাইয়ের হুমকি- ভারতের তিন বিমানবন্দরে উচ্চ সতর্কতা

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীদের বিমান ছিনতাইয়ের হুমকিতে মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এসব বিমানবন্দরে ছিনতাইবিরোধী পূর্ণাঙ্গ মহড়া শুরু হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের। কর্মকর্তারা জানান, শনিবার মুম্বাইয়ে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে এক নারীর ই-মেইল পাঠানোর পর এই সতর্কতা জারি করা হয়। রবিবার ওই তিন বিমানবন্দর থেকে একযোগে বিমান ছিনতাইয়ের বিষয়ে একটি রেস্তরাঁয় ছয়জন লোকের মধ্যে কথাবার্তা শুনতে পাওয়ার কথা লিখেছেন ওই নারী। মুম্বাই পুলিশ ভারতের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে (সিআইএসএফ) সতর্ক করে দেয়। কাউন্টার টেররিজমের একাধিক দলও মোতায়েন করা হয়েছে, প্রবেশ পথ ও পার্কিং লটে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এয়ারলাইন্সগুলো শেষ মুহূর্তে চেক-ইন না করতে যাত্রীদের নির্দেশনা দিয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতা করতেও তাদের বলা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে একই ধরনের ছিনতাইয়ের হুমকির পর সিআইআইএসএফের কর্মপদ্ধতি পুনর্মূল্যায়ন করা হয়। ওই সময় কাবুলগামী একটি বিমান ছিনতাইয়ের চেষ্টার কথা শুনতে পেয়েছিল নিরাপত্তা বাহিনী।
×