ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে বন্দুকযুদ্ধে দুই চাঁদাবাজ নিহত

প্রকাশিত: ০৬:২১, ১৬ এপ্রিল ২০১৭

মেহেরপুরে বন্দুকযুদ্ধে দুই চাঁদাবাজ নিহত

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ এপ্রিল ॥ মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দুই চাঁদাবাজ নিহত হয়েছে। নিহতরা হলো শিপন হোসেন ও আলমগীর হোসেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শুক্রবার ভোরে গাংনী উপজেলার গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠের নিকটবর্তী ইটভাঁটি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ দুটি বোমা, একটি শার্টারগান, দুই রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে। পুলিশ জানায়, ওই রাতে এসএবি ইটভাঁটি এলাকায় সন্দেহভাজন কয়েকজন চাঁদাবাজের উপস্থিতির খরব পায়। এ সময় টহল পুলিশের দল সেখানে পৌঁছলে চাঁদাবাজরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে চাঁদাবাজ-সন্ত্রাসীরা টিকতে না পেরে পিছু হটে যায়। কক্সবাজারে ফোম কারখানা পুড়ে ছাই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ঈদগাঁওয়ে অগ্নিকা-ে ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর ছিদ্দিকের ফোম হাউস কারখানা পুড়ে গেছে। শনিবার সকালে কাপড়ের গলির ঈদগাঁও ফোম হাউসে এ ঘটনা ঘটে। চেয়ারম্যানের ছেলে দোকান পরিচালক রেজা খান জানান, ধোঁয়া দেখে কারখানায় গিয়ে দেখা যায় আগুন জ্বলছে। পরে লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৫ এপ্রিল ॥ মদন ও আটপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেÑ মদনের চানগাঁও ইউনিয়নের রতœপুর গ্রামের আলম মিয়ার ছেলে রবিন (৫) ও আটপাড়ার সুখারী ইউনিয়নের বাউসা খলাপাড়া গ্রামের মাহবুব মিয়ার মেয়ে লিপা আক্তার (৫)। জানা গেছে, শনিবার দুপুরে রবিন সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অপরদিকে শুক্রবার বিকেলে বাউসা খলাপাড়া গ্রামের শিশু লিপা আক্তারও (৫) খেলাচ্ছলে বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায়। দামুড়হুদায় কোটি টাকার সোনার বারসহ আটক ১ সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৫ এপ্রিল ॥ দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ৩ কেজি ২শ’ গ্রাম সোনার বার ও মোটরসাইকেলসহ বাবু নামে এক সোনা চারাচালানকারিকে আটক করেছে বিজিবি। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত বাবু উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং চিহ্নিত সোনা চোরাচালানি।
×