ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনপুরা ইউপি নির্বাচন আজ ॥ পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: ০৬:২০, ১৬ এপ্রিল ২০১৭

মনপুরা ইউপি নির্বাচন আজ ॥ পাল্টাপাল্টি অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৫ এপ্রিল ॥ টার্গেট তিনটি কেন্দ্র। আর এই তিন কেন্দ্র দখল করতে পারলেই তাদের জয়। আর এই তিন কেন্দ্রের ভোট রক্ষায় জনগণ নিয়ে মাঠে রয়েছেন বলে জানালেন ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের বিএনপির প্রার্থী জোবায়ের হোসেন রাজিব চৌধুরী। তিনি শনিবার দুপুরে নির্বাচনের এক দিন আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীর ভাড়াটে লোকজন মনপুরা ইউনিয়নের বিচ্ছিন্ন কলাতলি চরে প্রায় সাড়ে ৫ হাজার ভোট কেন্দ্র দখল করে নেয়ার জন্য পাঁয়তারা করছে। কিন্তু জনগণ তা প্রতিহত করার জন্য প্রস্তুত। তবে এসব ভিত্তিহীন বলেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আমানতউল্ল্যাহ আমগীর। তার অভিযোগ, বিএনপির নীতি হচ্ছে হারলে বলে কারচুপি, বিজয়ী হলেও বলে কারচুপি। দুই প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ভোলা জেলার মধ্যে সবচাইতে আলোচিত ইউনিয়ন মনপুরার নির্বাচন এখন দু’দলের কাছে প্রেস্টিজ ইস্যু। তাই বিএনপি ও আওয়ামী লীগ জয়লাভের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়াও মনপুরা ইউনিয়নের বিএনপির প্রার্থী জোবায়ের হোসেন রাজিব চৌধুরী সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনের আত্মীয় হওয়ায় এ নির্বাচন নিরপেক্ষ হবে বলে এলাকার মানুষের কাছে অন্যরকম গুরুত্ব বহন করছে। কুমিল্লার তিন ইউপিতে নির্বাচন আজ নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, তিতাসের জিয়ারকান্দি, হোমনার ভাষানিয়া ও বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ৩ উপজেলার ৩টি ইউনিয়নে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। এদিকে সন্ত্রাসের জনপদ তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনকে ঘিরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ইউনিয়নে ব্যাপক গোলযোগের আশংকা করছেন স্থানীয় ভোটাররা। এদিকে আধিপত্য বিস্তার ও ক্ষমতার দ্বন্দ্বে এক যুগে ওই জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচিত ৩ জন চেয়ারম্যানসহ অন্তত ৮ জন খুন হয়েছেন। জানা যায়, রবিবার অনুষ্ঠেয় নির্বাচনে তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আলী আশ্রাফ (নৌকা) ও বিদ্রোহী গোলাম সারোয়ার সরকারের (আনারস) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে উভয় প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে এ ইউনিয়নে আধিপত্য বিস্তার, দখল ও ক্ষমতার দ্বন্দ্বে গত বছরের ৮ নবেম্বর প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে খুন হন জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন সরকার। পরবর্তীতে ওই চেয়ারম্যান পক্ষের পাল্টা হামলায় গত ১ এপ্রিল মারা যান চেয়ারম্যান হত্যা মামলার আসামি মোহাম্মদ আলী ও ৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবু সাঈদ। এর আগে একই কারণে একই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান, তার ২ ছেলে আলম ও আলী ঈমাম প্রতিপক্ষের হামলায় খুন হন। এছাড়াও ক্রসফায়ারে মারা যান চেয়ারম্যান সফিকুল ইসলাম। ওই ইউনিয়নে আধিপত্য বিস্তারের ঘটনায় আরও খুন হন কোরবান আলী, রিয়াজ উদ্দিন মোল্লা ও আবদুল আজিজের এক পুত্র। জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম জানান, ৩টি ইউনিয়নেই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত সংখ্যক আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তিনি নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পিরোজপুরে নির্বাচনী সংঘর্ষ নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, শুক্রবার রাতে নির্বাচনী প্রচারনার শেষ দিনে শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মধ্য জয়পুর গ্রামের নৌকা মার্কার সমর্থক ভূইমালী বাড়িতে হামলা, ভাংচুর, দোকান ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ১০ নৌকা সমর্থক আহত হয়েছেন। গ্রেফতার হয়েছে ২জন। জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে নৌকা প্রতীকের ৩/৪জন সমর্থক একটি দোকানে বসে চা খাওয়ার সময় আনারস প্রতীকের ৪০/৫০ জন কর্মী-সমর্থক নৌকা মার্কার প্রচার ও ভোট দেয়া থেকে বিরত থাকতে বলেন। চায়ের দোকানে বসে থাকা একজন এর প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালানো হয়। তারা আত্মরক্ষার্থে পাশের মালি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানেও হামলাকারীরাও মালিবাড়িতে ঢুকে ২/৩টি ঘর ভাংচুর ও লুটপাট করে। হামলাকারী সন্ত্রাসীরা যাওয়ার পথে চায়ের দোকানটিতে অগ্নিসংযোগ করে।
×