ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমনায় ডিএমপির ব্যতিক্রমী সেবা

প্রকাশিত: ০৫:০২, ১৬ এপ্রিল ২০১৭

রমনায় ডিএমপির ব্যতিক্রমী সেবা

স্টাফ রিপোর্টার ॥ পহেলা বৈশাখে এবার রমনায় দেখা গেল পুলিশের ব্যতিক্রমী সেবা। লাখো জনতার ঢলে পুিলশ ধৈর্য ধরে বিরামহীন সেবা দিয়েছে। এবার সেবাদানে লস্ট এ্যান্ড ফাউন্ড সেন্টার চালু করে ঢাকা মহানগর পুলিশ। কেউ কিছু খুঁজে পেলে বা হারিয়ে ফেললে তাদের ডিএমপি স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের লস্ট এ্যান্ড ফাউন্ড সেন্টারে যোগাযোগ করার সুযোগ ছিল। মেলায় প্রাপ্ত বস্তুগুলো নির্দিষ্ট মালিকের কাছে পৌঁছে দিতে বা হারানো ব¯তগুলো খুঁজে দিতে সহযোগিতা করেছেন পুলিশ সদস্যরা। রমনা পার্ক, সোহ্্রাওয়ার্দী উদ্যান ও রবীন্দ্র সরোবরে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয় এদিন। জনসাধারণের যে কোন প্রয়োজনে পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন আন্তরিকভাবে। এ ছাড়া, রমনা পার্কে পহেলা বৈশাখ উদ্্যাপন উপলক্ষে আগত মানুষদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ডিএমপির পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থসেবা প্রদানের মেডিক্যাল টিম রাখা হয়। পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে সেচ্ছায় রক্তদান কার্যক্রমের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয়। বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করারও ব্যবস্থা রাখা হয়। মঙ্গল শোভাযাত্রা গুড ফ্রাইডে শোভাযাত্রায় যোগদান উপলক্ষে মিসরের খ্রীস্টান সম্প্রদায়ের কয়েক শিশু শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় মহাল্লা শহরের সেন্ট জর্জ গির্জায় মিলিত হয়। -এএফপি নদীতে কেনাবেচা চীনের সীমান্ত শহর ডানডংয়ের অপর পাশে শিনুজুর নিকটতম ইয়ালু নদীতে শনিবার নৌকা থেকে চীনা পর্যটকদের কাছে উত্তর কোরিয়ার পণ্য বিক্রি করছেন এক ব্যক্তি। -এএফপি
×