ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইস্টার সানডে উদ্যাপনে নিরাপত্তার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৩, ১৪ এপ্রিল ২০১৭

ইস্টার সানডে উদ্যাপনে নিরাপত্তার আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিবছরের ন্যায় এবারও খ্রীস্টানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উদ্যাপনে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলবেন আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। আবহমানকাল থেকে জাতিধর্মবর্ণ নির্বিশেষে এদেশের মানুষ ভালবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরা শিক্ষা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার। ইস্টার সানেডে উপলক্ষে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রবিবার উদযাপিত হবে ইস্টার সানডে। এ সময় খ্রীস্টান নেতৃবৃন্দ পুণ্য শুক্রবার (গুড ফ্রাইডে), পুণ্য শনিবার ও ইস্টার সানডের নিরাপত্তা ছাড়াও ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জ জেলার বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা মামলার চার্জশীট প্রসঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওর নেতৃত্বে এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মহাসচিব হেমন্ত আই কোরাইয়া, উর্ধতন সহসভাপতি জর্জ রোজারিও, উপদেষ্টা হিউবার্ট গমেজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও এ্যাসোসিয়েশনের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক নিখিল মানখিন।
×