ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বক্তব্যেই ফুটে উঠেছে ভারত সফরে দেশ কিছুই পায়নি ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:৪৮, ১২ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীর বক্তব্যেই  ফুটে উঠেছে ভারত সফরে দেশ কিছুই  পায়নি ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ভারত সফরে বাংলাদেশ যে কিছুই পায়নি তা প্রধানমন্ত্রীর বক্তব্যেই ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, ‘পানি মাঙ্গা, লেকিন ইলেক্ট্রিসিটি মিলা, কোই বাত নেহি কুছ তো মিলা।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের ৪ বছর পূর্তিতে ‘আমার দেশ পরিবার’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি। এতে দেশের মানুষের ন্যূনতম আশাও পূরণ হয়নি। কারণ, বর্তমান সরকার নতজানু, তারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলছে। তাই ভারতের কাছ থেকে কিছু আদায় করতে পারেনি। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। তিনি কী খেয়েছেন, কী দেখেছেন এসবই পত্রিকায় এসেছে। তবে একটি খবর সব গণমাধ্যমে এসেছে, তার এ সফরে দেশের মানুষের আশা পূরণ হয়নি। তিস্তার পানির বিষয়ে যে চুক্তির কথা ছিল সেটি হলো না। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আনহ আখতার হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, কবি ফরহাদ মাজাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দিলারা জামান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই মুহূর্তে দেশে এখন সঙ্কটময় অবস্থা বিরাজ করছে। যে কোন মূল্যে ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে। বিএনপি মানসিক অবসাদে আছে মন্তব্য করে ডাঃ জাফরউল্লাহ চৌধুরী বলেন, দলটিকে এই অবসাদ কাটিয়ে গা ঝাড়া দিয়ে উঠতে হবে। আগামী নির্বাচনটা যদি ২০১৮ সালের ডিসেম্বরে না হয়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়, বিএনপি কী তার জন্য প্রস্তুত আছে? কী করতে পেরেছে বিএনপি? বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাতের অনুষ্ঠানের সমালোচনা করে তিনি বলেন, তার দিনের যাত্রা শুরু হয় রাত নয়টা থেকে। এটা থেকে খালেদা জিয়াকে বের হয়ে এসে মওলানা ভাসানীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ, দেশের চার থেকে ছয় কোটি মানুষ খালেদা জিয়ার ওপর আস্থা রাখছে।
×