ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাওড়ে ফসলহানি ॥ দুর্গত এলাকা ঘোষণার দাবি

প্রকাশিত: ০৫:০২, ১০ এপ্রিল ২০১৭

হাওড়ে ফসলহানি ॥ দুর্গত এলাকা ঘোষণার দাবি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৯ এপ্রিল ॥ হাওড়ের ফসলরক্ষা বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সর্বোচ্চ পর্যায়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকদের সমন্বয়ে জরুরী সভা হয়। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় বক্তারা বলেন, হাওড়ের ফসলহানির বিষয়ে জরুরী ভিত্তিতে সরকার দুর্গতদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে পাউবো’র কর্মকর্তা, পিআইসি ও ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়ার পর্যন্ত সকল বিল বন্ধ রাখাসহ দোষীদের আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়। এ সময় পাউবো’র প্রধান প্রকৌশলী আব্দুল হাই উপস্থিত ছিলেন। বাঁধ নির্মাণ বিষয়ে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করতেও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে অবহিত করেন বক্তারা। এ সময় ক্যাপিট্যল ড্রেজিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ নদী ও খাল খননের বিষয়টি জোরালোভাবে উঠে আসে। একদিকে যখন সভা চলছিল ঠিক তখন ক্ষতিগ্রস্তকৃষকরা সম্মেলন কক্ষের বাইরে বিক্ষোভ মিছিল করেছে।
×