ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসা সম্প্রসারণে বাড়তি গুরুত্ব দিচ্ছে টুইটার

প্রকাশিত: ০৪:০২, ১০ এপ্রিল ২০১৭

ব্যবসা সম্প্রসারণে বাড়তি গুরুত্ব দিচ্ছে টুইটার

ব্যবসা সম্প্রসারণে এ বার ভারতকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে টুইটার। সেই লক্ষ্যে এ দেশেই প্রথম নিজেদের টুইটার লাইট এ্যাপ পরিষেবা আনল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। ইন্টারনেটের গতি কম থাকলেও যাতে এ্যাপ ব্যবহার করা যায়, সেজন্যই এই উদ্যোগ বলে জানিয়েছে তারা। সংস্থার দাবি, এই নতুন এ্যাপে ৭০ শতাংশ ডেটা কম ব্যবহার হবে এবং ৩০ শতাংশ বেশি দ্রুত চলবে। ব্যবহার করা যাবে মোট ৪২টি ভাষায়। যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দিসহ ছ’টি ভারতীয় ভাষাও। প্রসঙ্গত, এখন সারা বিশ্বে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩১.৯ কোটি। আর সংস্থার ব্যবসার নিরিখে ভারত রয়েছে প্রথম পাঁচে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টুইটারের এমডি মায়া হরি জানান, ভারতে তাদের ব্যবসা ক্রমশই বাড়ছে। মূলত জোর দেয়া হচ্ছে খেলা, বিনোদন, সরকারী পরিষেবা এবং খবরের মতো পরিষেবার ওপর। আর এ কথা মাথায় রেখে এখানে নিয়োগও বাড়াচ্ছে সংস্থা। -অর্থনৈতিক রিপোর্টার
×