ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৩:৩৮, ৯ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক বেড়েছে। একই সঙ্গে আর্থিক লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। তবে বেশিসংখ্যক কোম্পানির দর কমেছে। সপ্তাহের শেষের দিকে শেয়ার বিক্রির চাপে সূচক বৃদ্ধিতে কিছুটা ভাটা হলেও বিনিয়োগকারীদের সক্রিয়তা বেড়েছে। বিশেষ করে শক্ত মৌলভিত্তি ও বিদেশী বিনিয়োগ বেশি রয়েছে এমন কোম্পানি চাহিদার শীর্ষে ছিল। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহের শুরুর দিকে শেয়ার বিক্রির কিছুটা চাপ থাকলেও পরদিন তা কমে যায়। ব্যাংক ও আর্থিক খাতের বেশ কিছু বড় মূলধনী কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে সূচকও বাড়তে থাকে। বিশেষ করে ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের ৫ কোটি শেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের কাছে বিক্রির জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পরই শেয়ারটির প্রতি আগ্রহ বাড়তে থাকে। যার কারণে বেশিরভাগ দিনই কোম্পানিটির লেনদেনের আধিপত্য বিস্তার করেছিল। তবে একই খাতের ইসলামী ব্যাংকের মুনাফা বাড়লেও লভ্যাংশ প্রদানের হার কমে যাওয়ায় ব্যাংকটির শেয়ারদরে বড় ধরনের পতন ঘটে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠান খাতের আইডিএলসি ও লঙ্কা বাংলার শেয়ার দর এবং লেনদেনের বড় ধরনের উত্থান ঘটেছে। সার্বিকভাবে বলা যায়, পুরো সপ্তাহেই বিনিয়োগকারীরা শেয়ার কেনার ভূমিকায় ছিল। ডিএসইর ওয়েবসাইট অনুসারে, গত সপ্তাহে শেয়ারদরে ওঠানামা থাকলেও প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭৩৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই ৩০ সূচক ৪৩ পয়েন্ট বা ২.০৮ শতাংশ ও ডিএসইএক্স শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ বেড়েছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৭ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমেছিল। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৫৮ কোটি ৭৫ লাখ টাকার। যা আগের সপ্তাহে হয়েছিল ৯৩১ কোটি ৩৬ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ২.৯৪ শতাংশ। তবে মোট হিসাবে লেনদেন বেড়েছে ২৮.৬৮ শতাংশ। মূলত আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ১ কার্যদিবস লেনদেন বেশি হওয়ায় মোট ও দৈনিক গড় হিসাবে এ পার্থক্য হয়েছে। গত সপ্তাহে ৫ কার্যদিবসে মোট ৪ হাজার ৭৯৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে ৪ কার্যদিবসে হয়েছিল ৩ হাজার ৭২৫ কোটি ৪৬ লাখ টাকার। গত সপ্তাহে মোট লেনদেনের ৯৫.৬০ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.৪৩ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১.২৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৭৩ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে। রবিবারে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৯ হাজার ৮৩১ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৬০ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ০.৬৭ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টি বা ৪০.৬৬ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ১৭৮টি বা ৫৩.৬১ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ১৯টি বা ৫.৭২ শতাংশ কোম্পানির। গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারে। এ সময় কোম্পানির ২৫৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৪০ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১৯০ কোটি ৬৬ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৯৮ শতাংশ। ১৭১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আইডিএলসি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আরএসআরএম স্টিল, ইসলামি ব্যাংক ও ওয়ান ব্যাংক। এদিকে সপ্তাহজুড়ে বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড দরবৃদ্ধির শীর্ষে ছিল। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮২ লাখ ১৯ হাজার টাকার শেয়ারের হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটির প্রতিদিন গড়ে ৬০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৩ কোটি ১ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে ফান্ডটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ২৩ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে - জেমিনি সি ফুড ১১ দশমিক ২৩ শতাংশ; আইডিএলসি ফাইন্যান্সের ১০ দশমিক ৭১ শতাংশ; নাভানা সিএনজি ১০ দশমিক ০৯ শতাংশ; মুন্নু জুট স্ট্যাফ্লার্স ৯ দশমিক ০৯ শতাংশ; এমআই সিমেন্ট ৮ দশমিক ৪১ শতাংশ; রেনওয়েক জগেশ্বর ৮ দশমিক ৩৩ শতাংশ এবং সিটি ব্যাংক ৮ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।
×