ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএফএ বর্ষসেরা হবেন হ্যাজার্ড?

প্রকাশিত: ০৫:৫৪, ৮ এপ্রিল ২০১৭

পিএফএ বর্ষসেরা হবেন হ্যাজার্ড?

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন ধরেই চেলসির প্রাণভোমরা ইডেন হ্যাজার্ড। তারকা এই উইঙ্গারের সবচেয়ে বড় গুণÑ তিনি ধারাবাহিক পারফর্মার। নিয়মিত দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করাতে পারঙ্গম ২৬ বছর বয়সী এই বেলজিক। চলতি মৌসুমেও হ্যাজার্ড আছেন তুখোড় ছন্দে। চেলসির প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের পথে তিনিই মুখ্য ভূমিকা পালন করে চলেছেন। যে কারণে চেলসি কোচ এ্যান্টোনিও কন্টেও প্রশংসায় পঞ্চমুখ হ্যাজার্ডের। তার মতে, চলতি বছর প্রিমিয়ার লীগের অর্থাৎ পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হ্যাজার্ডের প্রাপ্য। হ্যাজার্ডের সতীর্থ কান্টেও একই কথা বলেছেন। দিন কয়েক আগে ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে একাই দুই গোল করেন হ্যাজার্ড। তাতেই সিটিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে একধাপ এগিয়ে গেছে চেলসি। যে কারণে কান্টে বলেছেন, এবার পিএফএ পুরস্কার হ্যাজার্ডেরই পাওয়া উচিত। সাক্ষাতকারে তিনি বলেন, আমার পক্ষ থেকে এটি সহজেই বলতে পারি যে, চেলসি থেকে এর জন্য একজন পুরস্কারটি পেতে পারেÑ তিনি হচ্ছেন হ্যাজার্ড। আমরা সবাই দেখছি হ্যাজার্ড কি করছেন। তিনি ভিন্ন মাত্রার একজন খেলোয়াড়। কান্টে আরও বলেন, আমাদের হাতে এখনও আটটি ম্যাচ আছে। শিরোপা নিশ্চিত করার জন্য এর মধ্যে ছয়টিতে জিততে হবে। টটেনহ্যাম খুবই ভাল একটি দল। তারা খেলছেও চমৎকার। সুতরাং আমাদের লড়াই করতে হবে। তাদের কাছে হারলে চলবে না। টটেনহ্যামের সঙ্গে লিভারপুলও শিরোপার লড়াইয়ে ফিরে আসতে পারে। সুতরাং আমাদের নিজেদের খেলার প্রতি গভীর মনোযোগ দিতে হবে। শিরোপার জন্য আমাদের ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে। গাণিতিক হিসেবে আমাদের এ জন্য ছয়টি ম্যাচে জয় নিশ্চিত করতে হবে। সুতরাং অন্যদিকে না তাকিয়ে আমাদের ছয় ম্যাচে জয়ের প্রতি মনোযোগ দিতে হবে। পেশাদার ফুটবলের পুরস্কারের জন্য কন্টে নিজেও আলোচনায় আছেন। গত মৌসুমে লিচেস্টার সিটির শিরোপা জয়ের স্বপ্নযাত্রায় দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেছিলেন তিনি। তবে ফরাসী এই মিডফিল্ডার বলেছেন ওই পুরস্কারের জন্য তারচেয়েও বেশি দাবিদার হ্যাজার্ড। ইপিএলে বাকি আট ম্যাচের মধ্যে যদি ছয়টিতে জিততে পারে তাহলে তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে চেলসি। অবশ্য আগেও এটা নিশ্চিত হয়ে যেতে পারে। কারণ তাদের প্রতিদ্বন্দ্বিতারা খারাপা ফল করলে ব্লুজদের জন্য আরও সহজ হবে ট্রফি জেতা।
×